Bhatpara Murder: মদ খাওয়ার টাকা না পেয়ে মা-কে গুলি করে ‘খুন’ ছেলের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2022 | 1:43 PM

West Bengal: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ৮ নং ওয়ার্ডের কাটাপুকুর এলাকার ঘটনা। সেখানেই মা-কে গুলি করে খুন করে মদ্যপ ছেলে।

Bhatpara Murder: মদ খাওয়ার টাকা না পেয়ে মা-কে গুলি করে খুন ছেলের
মদ খাওয়ার টাকা না পেয়ে মাকে খুন ছেলের (নিজস্ব ছবি)

Follow Us

ভাটপাড়া: মদ্যপ ছেলের কীর্তি। মা-কে গুলি করে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। পরে পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ৮ নং ওয়ার্ডের কাটাপুকুর এলাকার ঘটনা। সেখানেই মা-কে গুলি করে খুন করে মদ্যপ ছেলে। মৃতের নাম সালমা বিবি (৬০)। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের কাছে টাকা চায় অভিযুক্ত। তখন তাঁর মা দিতে অস্বীকার করলে পিস্তল বের করে গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই সালমা বিবি লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছেলের নাম মহঃ নিসার। তাকে স্থানীয় বাসিন্দারা ভাটাপাড়া থানার পুলিশের হাতে তুলে দেন। ইতিমধ্যে ভাটপাড়া থানার দু’টি পিস্তল উদ্ধার করেছে । তাকে জিজ্ঞাসাবাদ করছে ভাটপাড়া থানার পুলিশ। স্থানীয় প্রতিবেশী বলেন, ‘পৌনে আটটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে। আমি দূর থেকে ছুটে এলাম। দেখি বাড়িতে একজন মহিলা উনি পড়ে রয়েছে। ওর ছেলে মাকে মেরেছে। গুলি করে দিয়েছে। মায়ের মাথায় গুলি করে দিয়েছে। এরপর পুলিশ তদন্ত শুরু করেছে। আশেপাশের লোকজন বলেছে নেশার টাকা না পেয়েই মাকে খুন করে দিয়েছে।আমরা চাইছি ওর যেন কঠীন শাস্তি হয়।’

Next Article