করণদিঘি: তিনি দিব্যি বেঁচে আছেন। কিন্তু, সরকারি নথি বলছে তিনি মৃত। অভিযোগ, জীবিত বাবাকে মেরে ফেলেছে তাঁরই ছয় ছেলে। আর সে কারণেই এখন নিজের ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আব্দুল কালাম (৬২)। তাঁর অসহায়তা দেখে চোখে জল প্রতিবেশীদের। কিন্তু, নির্বিকার ছেলেরা। বলেছেন, তাঁরা কোনও চক্রান্ত করেননি। করেছে তাঁদের কাকারা।
আব্দুল কালামের বাড়ি করণদিঘি ব্লকের লাহুতাড়া ১ গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকায়। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকাতেও। অভিযোগ, বাবার জমি নিজেদের নামে রেকর্ড করতেই এই চক্রান্ত করেছে প্রথম পক্ষের ছেলেরা। তাঁর ছেলেদের সঙ্গে যোগসাজশে আছেন তাঁর খুড়তুতো ভাই তথা তৎকালীন স্থানীয় প্রধান মহঃ বাদিরুদ্দিন। যদিও তাঁর আবার দাবি, ওই ডেথ সার্টিফিকেট, ওয়ারিশের কপি অন্য কেউ নকল করেছে। ওই সার্টিফিকেট কোনওভাবেই ইস্যু করেনি পঞ্চায়েত।
তবে ঘটনা যাই হোক, ওই সব নথি দেখিয়েই বৃদ্ধের ৭৫ শতক জমির মালিকানার রেকর্ড পরিবর্তন করা হয়েছিল ছেলেদের নামে। তা স্বীকার করে নিয়েছে পঞ্চায়েত। এই জমি বিক্রি করতে গিয়েই ক্রেতাদের মারফত ওই বৃদ্ধ জানতে পারেন তাঁর প্রথম পক্ষের ছয় ছেলে বাবার ডেথ সার্টিফিকেট বানিয়ে ওই জমি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে।
এখন নিজের জমি ফেরত পেতে সুবিচারের আশায় করণদিঘি ব্লক অফিস ও করণদিঘি থানায় ঘুরে বেড়াচ্ছেন আব্দুল কালাম। তাঁর একটাই দাবি, তিনি যে বেঁচে আছেন সেই নথি দিক প্রশাসন, ফিরিয়ে দিক জমির মালিকানা। ছেলেদের সঙ্গে বিবাদে ছেড়েছেন ঘর। এখন দ্বিতীয় পক্ষের স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে আত্মীয়দের বাড়িতে বাড়িতে রাত কাটাচ্ছেন। দিনে ঘুরছেন সরকারি দফতরে।