Sovandeb Chattopadhyay: ‘কোটি কোটি টাকা তোলা হয়েছে…’, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নকশালদের আন্দোলন বলে কটাক্ষ শোভনদেবের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2024 | 4:26 PM

Sovandeb Chattopadhyay: জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ হেভিওয়েট নেতামন্ত্রীরাও বারবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিলেন। এবার এই আন্দোলন নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন শাসকনেতা।

Sovandeb Chattopadhyay: কোটি কোটি টাকা তোলা হয়েছে..., জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নকশালদের আন্দোলন বলে কটাক্ষ শোভনদেবের
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের দশ দফার দাবিতে প্রেক্ষিতে যে আন্দোলন, তা নকশাল-সিপিএমের আন্দোলন বলে কটাক্ষ করলেন তৃণমূলের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।  এই আন্দোলন সংগঠিত করতে কোটি কোটি টাকাও তোলা হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন তিনি। হাড়োয়াতে দলের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে শোভন বলেন, “ডাক্তারদের যে আন্দোলনটা হল, সেখানে বিজেপি বিশেষ জায়গা পায়নি। আন্দোলনটা দখল করে নিয়েছিল নকশাল আর সিপিএমরা।” আন্দোলনের মাঝেই দুর্ঘটনায় আহত এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, “যে কারণে একজন মা, যাঁর ছেলের দুটো পা কাটা গিয়েছে, সেই মা ডাক্তারবাবুর পা ধরে বলেছিলেন, ছেলেকে বাঁচান। মায়ের চোখের সামনে ছেলেটা মারা গেল। ডাক্তারবাবু চিকিৎসা করলেন না। ডাক্তারবাবুরা বলছেন, বড় আন্দোলনে দু-একজন মারা যান। ডাক্তার হয় কী করে?”

শোভনদেব বলেন, “রাজ্য় সরকারকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তার তৈরি করতে হয়। আজকে তারা সরকারে কাজ না করে আন্দোলন করছে। সে কী আন্দোলন রে বাবা! মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ দিন অনশন করেছিলেন। এখানে দামি দামি খাবার চলে আসছে। কত কোটি টাকা তুলেছে খাবারের জন্য। ১১ টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে খাবারের জন্য। বলছে আন্দোলন হচ্ছে, আসলে আন্দোলনের নামে কী হচ্ছে? কীসের আন্দোলন? হাসপাতালে গেলে চারদিকে দালাল ঘুরে বেড়াচ্ছে। বড় বড় ডাক্তারের দালাল। আসলে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।”

প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ হেভিওয়েট নেতামন্ত্রীরাও বারবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিলেন। এবার এই আন্দোলন নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন শাসকনেতা।

Next Article