AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sovandeb Chattopadhyay: ‘পুলিশ কার দালালি করছে?’, দলের গোষ্ঠীকোন্দলে কর্মী আক্রান্ত হওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী

Sovandeb Chattopadhyay On Police: শোভনদেব বলেন, "ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ আসবে, নিহতের মায়ের সঙ্গে দেখা করবে, বয়ান নেবে, অকুস্থলে যাবে- এটাই তো পুলিশের কাজ। কিন্তু কিছুই নাই। উল্টে পুলিশ নাকি বলেছে, মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ, আমি তো বুঝতে পারছি না।" তাঁর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা না হলে কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে? 

Sovandeb Chattopadhyay: 'পুলিশ কার দালালি করছে?', দলের গোষ্ঠীকোন্দলে কর্মী আক্রান্ত হওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী
শোভনদেব চট্টোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 16, 2025 | 3:34 PM
Share

উত্তর ২৪ পরগনা: এবার খোদ মন্ত্রীর নিশানায় পুলিশ। দলের গোষ্ঠীকোন্দল নিয়ে পুলিশকে তোপ পঞ্চায়েত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই হামলার ঘটনা ঘটছে। তাঁর প্রশ্ন, পুলিশ কার দালাল? সমাজবিরোধীদের দালালি করবে পুলিশ? উত্তর ২৪ পরগনার খড়দহে দলের আহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই কথা বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

শোভনদেব বলেন, “ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ আসবে, নিহতের মায়ের সঙ্গে দেখা করবে, বয়ান নেবে, অকুস্থলে যাবে- এটাই তো পুলিশের কাজ। কিন্তু কিছুই নাই। উল্টে পুলিশ নাকি বলেছে, মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ, আমি তো বুঝতে পারছি না।” তাঁর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা না হলে কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে?

প্রসঙ্গত, শনিবার দুই দলের কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ। সংঘর্ষের মাঝে তৃণমূলেরই এক কর্মীকে ছুরি দিয়ে বেপরোয়া কোপানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দলের ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা শোনার পর আহত কর্মীর বাড়িতে যান শোভনদেব চট্টোপাধ্যায়। তখনই তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, এর আগেও খোদ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিক ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে। যেখানে বিরোধীরাই পুলিশকে ‘শাসকদলের অনুগত’ বলে কটাক্ষ করে, সেখানে মন্ত্রীর এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ।

এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “সমাজবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য বারবার পুলিশকে রাজনৈতিক ফাঁসে আটকানো হয়েছে। পুলিশ আজকে এক জড় পদার্থে পরিণত করেছে। আজ তাঁরাই বড় বড় কথা বলছেন!”