বসিরহাট: মনে আছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর সেই তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির কথা? যিনি সৌদি আরব থেকে বসে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিয়েছিলেন! অবশেষে হজ সেরে রাজ্যে ফিরলেন মোহারুদ্দিন। আর জেলায় পা রাখতেই বললেন, “আইন মেনেই মনোনয়ন জমা দিয়েছিলেন।”
প্রসঙ্গত, সৌদি আরবে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। শনিবার দেশে ফিরে গাজি সাহেব জানান, আইন মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করে তারপরই হজ যাত্রায় সৌদি আরবে যান। তিনি বলেন, “কিছু কিছু মানুষ ভুল ভাবাচ্ছে। যখন পঞ্চায়েত ভোটের নাম ঘোষণা হয় সেই সময় পার্টির তরফে আমার নাম ঘোষণা করা হয়। এবার হঠাৎই হজ করতে যাওয়ার দিনও ঠিক হয়। সেই সময় আমি দলেরই কয়েকজন কর্মীর হাতে ফর্ম দিয়ে চলে যাই।”
প্রসঙ্গত,হজ কমিটির পাওয়া তথ্য বলছে, গত ৪ জুব সৌদি আরব যান বসিরহাটের মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েতে শাসক দলের প্রার্থী মোহারুদ্দিন গাজি। সেখান থেকে কীভাবে তিনি মনোনয়ন জমা দিয়েছেন তা নিয়ে প্রশ্ন ওঠে। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত।
ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেন মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ ও সালোনি ভট্টাচার্য। সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা। গোটা ঘটনার তদন্তে সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ দেখা হবে। শুধু তাই নয়, প্রয়োজনে প্রত্যেককে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।