বসিরহাট: ওঁদের কারোর বয়স ৭০, কারোর ৬৫। প্রত্যেকেই বয়সের ভারে জীর্ণ। তাঁরা SUCI-এর কর্মী সমর্থক। পথে নামলেন তাঁরা। ইজরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধের দাবিতে সীমান্ত রোডে পথে ধিক্কার মিছিল SUCI-এর। বসিরহাটে এসইউসিআই-এর জেলা কমিটির সম্পাদক অজয় বাইনের নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বসিরহাট টাউন হল থেকে ইটিন্ডা রোড ধরে ইছামতি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় হেঁটে মিছিল করে এসইউসিআই-এর সমর্থকরা।
বিক্ষোভকারীদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের অশুভ আঁতাতে যেভাবে প্যালেস্টাইনের ফিলিস্তিনিদের ওপর আক্রমণ হচ্ছে তাতে নিরীহ শিশু, মহিলা ও পুরুষ প্রাণ হারাচ্ছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার বোমা ক্ষেপণাস্ত্র আঘাত বন্ধের প্রতিবাদে তাঁদের এই মিছিল। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাঁদের আন্দোলন কর্মসূচি লাগাতার চলবে।
ইছামতি ব্রিজের সামনে অবরোধ বিক্ষোভ সামিল হন এসইউসিআই কর্মী সমর্থকরা। তাঁরা জানান, দলের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুদ্ধ বন্ধের দাবিতে তাদের আন্দোলন চলবে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।
তবে এ নিয়ে রাজনৈতিক মহলে বিরোধী নেতৃত্ব টিপ্পনিও করছেন। তাঁদের বক্তব্য, বাংলায় সাম্প্রতিকতম কালে যা যা ঘটেছে, তা নিয়ে প্রতিবাদ করলে শেষ হবে না। শিক্ষা, খাদ্য সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়েই দুর্নীতি হয়েছে।