বসিরহাট : দূর থেকে দেখলে মনে হবে কিছুতে যেন একটা আটকে রয়েছে। আর তাতেই ছাদ থেকে ঝুলছে একটা বাচ্চা। কাছে যেতেই দেখা গেল কোনও কিছুতে আটকে নেই, তাঁর নিজেরই বাবা (Father) তাঁর পা ধরে ঝুলিয়ে রেখেছে ছাদ থেকে। মৃত্যু ভয়ে অঝোরে কেঁদে চলেছে ছেলে। কিন্তু, সেসবে ভ্রুক্ষেপ নেই বাবার। বারবার দেখানো হচ্ছে ফেলে দেওয়ার ভয়। এ দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রতিবেশীরা। খবর যায় পুলিশে। ভাইরাল হল ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে বাবার পাশে দাঁড়িয়ে আছেন এক মহিলা। তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছেন। সূত্রের খবর, ওই মহিলা বাচ্চাটির সৎ মা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গোপালনগরে। এ নিয়ে হইচই শুরু হতেই অভিযুক্ত বাবা বিশ্বজিৎ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
ছেলে বাড়ি থেকে টাকা চুরি করেছে, সেই সন্দেহে ছেলেকে ছাদ থেকে ঝুলিয়ে রাখল বাবা। ১১ বছরের ছেলে লাগাতার কাকুতিমিনতি করেও রেহাই পায়নি রণংদেহি বাবার হাত থেকে। শেষে প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে। ইতিমধ্যেই ভাইরালও হয়েছে একটি ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। কিন্তু, কোনও বাবা তাঁর নিজের সন্তানের সঙ্গে এতটা অমানবিক আচরণ কী করে করতে পারেন, তা ভাবতেই পারছেন না এলাকার বাসিন্দারা। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি।
ঘটনা প্রসঙ্গে বাচ্চাটির সৎ মা সুনিতা সরকার বলেন, “৫০০ টাকা চুরি করেছিল। তাই ওর সঙ্গে এটা করেছে ওর বাবা। তবে টাকা খুঁজে না পেয়ে ওর বাবা ওকে অনেকবার টাকাটা কোথায় রেখেছে জিজ্ঞেস করেছিল। কিন্তু ও বলতে চায়নি। তারপরই ওর বাবা রেগে গিয়ে এ কাজ করে। যা হয়েছে অন্যায় হয়েছে। আমি ওর বাবাকে আটকাতে গিয়েছিলাম। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমার কথা শোনেনি।”