HIV Positive: কাজে যোগ দিলেন এইচআইভি পজিটিভ শিক্ষক, তবে এখনও খুশি নন তিনি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 23, 2023 | 10:02 PM

North 24 Parganas: স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু স্পেশাল চাইল্ড রয়েছে এই স্কুলে। তাই যে কোনও সময়ই ওরা শিক্ষকদের গায়ে হাত দিয়ে রক্তারক্তিও করে ফেলে। তাই সাময়িক দূরত্বের কথা বলা হয়েছে।

HIV Positive: কাজে যোগ দিলেন এইচআইভি পজিটিভ শিক্ষক, তবে এখনও খুশি নন তিনি
সৌমিত্র গায়েন।

Follow Us

কলকাতা: এইচআইভি পজিটিভ (HIV Postive) হওয়ায় বিয়ের পাঁচদিন পর চাকরি থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল সৌমিত্র গায়েনকে। এ নিয়ে কম হইচই হয়নি। প্রশ্ন ওঠে, কীভাবে শুধুমাত্র এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে কাউকে চাকরি থেকে বিরত রাখা যায়। যদিও সে সময় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিলেন এটা সাময়িক ছুটি। তবে উভয়পক্ষের আলোচনায় বুধবারই সিদ্ধান্ত হয়, ওই বেসরকারি স্কুলে আবারও কাজে যোগ দেবেন সৌমিত্র। বৃহস্পতিবার কাজে যোগও দেন। তবে এদিন সৌমিত্র জানান, দূরত্ব বজায় রেখে ক্লাস করছেন তিনি। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু স্পেশাল চাইল্ড রয়েছে এই স্কুলে। তাই যে কোনও সময়ই ওরা শিক্ষকদের গায়ে হাত দিয়ে রক্তারক্তিও করে ফেলে। তাই সাময়িক দূরত্বের কথা বলা হয়েছে।

এদিন সৌমিত্র গায়েন প্রথমে বলেন, “আমি এখন কোনও কথা বলতে চাই না।” যদিও তিনিই পরে বলেন, “আগের জায়গা ফিরে পাইনি। সব কিছু হচ্ছে দূরত্ব মেনে। আমি স্পেশাল এডুকেটর হিসাবে কাজ করতাম। এখানে আইইপি করছি। আলাদা আলাদা একটা করে বাচ্চা নিয়ে আসা হচ্ছে। দূর থেকে ক্লাস করাই। দূরত্ব রেখে। আমার থেকে কিছুটা দূরেই বসে। ১ ঘণ্টা করে ক্লাস করে চলে যায়।”

টিচার ইন চার্জ টুকাই ঘোষের এ বিষয়ে বক্তব্য, “সৌমিত্রদা আগেও আমাদের সহকর্মী ছিলেন, এখনও তাই। ওনার সঙ্গে আমাদের সকল স্টাফের খুবই ভাল সম্পর্ক। সৌমিত্রদা আমাদের পারিবারিক, ব্যক্তিগত অনুষ্ঠানেও অংশ নেন। আমাদের স্কুলটা শুধু স্কুল নয়, একটা পরিবার। এখানে স্কুল পরবর্তী ক্ষেত্রে বাবা, মা না থাকলে কী হবে, সেই ভাবনা থেকে তৈরি। আমরা ওদের দাদা, ভাই, বন্ধু, অভিভাবক। তাই আগেও যে পরিস্থিতি ছিল, তাতে কোনও বদল আসেনি।”

Next Article