কামদুনি: হাইকোর্টে কামদুনি মামলার রায় ঘোষণার পর থেকেই শোরগোল গোটা রাজ্যে। আদালতের রায়ে হতাশ কামদুনির প্রতিবাদীরা। তাঁরা এখন সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে গতরাতেই জেল থেকে ছাড়া পেয়েছে কামদুনির চার জন। আর এমন এক পরিস্থিতির মধ্যেই আজ কামদুনিতে বিজেপির মহিলা মোর্চা। কামদুনির ঘটনায় এবার পথে নেমে প্রতিবাদে সামিল বঙ্গ বিজেপি। রাজারহাট থেকে কামদুনি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করছে বিজেপির মহিলা মোর্চা। কামদুনিতে বিজেপি মহিলা মোর্চার মিছিলে সামিল হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির বেশ কয়েকজন বিধায়কও।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের লড়াইয়ে আইনি সাহায্য পাওয়ার আশায় গতসন্ধেয় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরাও। তবে আজ বিজেপির মহিলা মোর্চার মিছিলে তাঁরা থাকছেন না। কলকাতার রাজপথে আলাদাভাবে একটি মিছিলের আয়োজন করেছেন টুম্পা-মৌসুমীরা। গতকাল শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে বেরিয়েই সেকথা জানিয়েছিলেন তাঁরা। বলেছিলেন, তাঁরা চান না তাঁদের সঙ্গে কোনও রাজনীতির রং লাগুক।
এদিকে আজ রাজারহাট থেকে কামদুনির উদ্দেশে মিছিল শুরুর সময় শুভেন্দু অধিকারীও একহাত নিয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসনকে। বলছেন, “যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাঁরা সাক্ষী, তাঁরা নিরাপত্তা পাননি। তাঁদের কলকাতায় গিয়ে মিছিলে হাঁটতে হচ্ছে। গতরাতে তাঁরা দেখা করেছেন। তাঁদের আইনজীবীও ছিলেন। আমরা উদ্যোক্তা নই, তবে তাঁরা আইনি লড়াইয়ে গেলে, আমরা সাহায্য করব। তাঁরা দু’জন আইনজীবীর কথা বলছেন, যাঁদের ফি অনেকটা বেশি। আমরা বলেছি, ওনারা চাইলে আমরা সাহায্য় করব।”
একদিকে যখন শুভেন্দুরা কামদুনিতে মিছিল করছেন, তখন কলকাতার রাজপথে কামদুনির প্রতিবাদীরা। সেখানে সামিল হয়েছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিও। বলছেন, “সকলকে পথে নামতে হচ্ছে। সরকার যেভাবে সুপ্রিম কোর্টে গিয়েছে, তাতে কেউ ভরসা পাচ্ছে না।”