Basirhat: জমির চরিত্র বদলের অভিযোগ, বিএলআরও-র বিরুদ্ধে থানায় গেলেন অস্থায়ী কর্মীরা

Saumav Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 06, 2023 | 11:48 AM

Basirhat; অভিযোগ, এই দুইজন জমির শ্রেণি বদলের জন্য এক হাজার টাকা, দু'হাজার টাকা এমনকি পাঁচ হাজার টাকা নিয়ে ঘুর পথে সম্পূর্ণ বেআইনি ভাবে জমির চরিত্র বদল করে দিতেন।

Basirhat: জমির চরিত্র বদলের অভিযোগ, বিএলআরও-র বিরুদ্ধে থানায় গেলেন অস্থায়ী কর্মীরা
(নিজস্ব চিত্র)

Follow Us

সন্দেশখালি: সন্দেশখালির বিএলআরও (BLRO) ও ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আরও এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। থানায় অভিযোগ জানালেন উপভোক্তা ও মুহুরী ও অস্থায়ী কর্মীরা। বসিরহাটের সন্দেশখালি ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক উজ্জ্বল কুমার দাস ও ওই দফতরের আরও এক আধিকারিক হাবিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ, এই দুইজন জমির শ্রেণি বদলের জন্য এক হাজার টাকা, দু’হাজার টাকা এমনকি পাঁচ হাজার টাকা নিয়ে ঘুর পথে সম্পূর্ণ বেআইনি ভাবে জমির চরিত্র বদল করে দিতেন। সেই দুর্নীতির অভিযোগ তুলে উপভোক্তা, দফতরের অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটর ও মুহুরীরা অভিযোগ দায়ের করলেন সন্দেশখালি থানায়। এই দফতরের ডাটা এন্ট্রি বিভাগের অস্থায়ী কর্মী তাপস মাইতি বলেন, “উপভোক্তাদের জমির চরিত্র বদল করতে প্রত্যেককে ৩০০ টাকা করে দিতে হবে। বিএলআরও এর নির্দেশ মেনে আমি এই কাজ করেছি।”

এই নিয়ে বেশ কয়েকদিন ধরে সন্দেশখালি ২নং ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে একদিকে মুহুরীরা অন্যদিকে প্রান্তিক মানুষেরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বারবার বিএলআরওকে জানিয়েও কোনও লাভ হয়নি। বুধবার সন্ধ্যা থেকে প্রথমে তারা দফতর আটকে রাখে। এরপর বিক্ষোভ জানায়। পরে সন্দেশখালি দু’নম্বর ব্লকের বিডিও অর্ণব মুখার্জীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর সন্দেশখালি থানায় বিএলআরও উজ্জ্বল কুমার দাস ও দফতরের আরো এক আধিকারিক হাবিবুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালি থানা ও বিডিও।

এই বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক উজ্জ্বল কুমার দাস বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এইরকম কোনও অভিযোগ নেই। এই অভিযোগ আমি অস্বীকার করছি,আমি কোনও টাকা পয়সা নিইনি। যিনি এই অভিযোগ আনছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা পয়সা নিয়ে কোনও লেনদেন হইনি। আমি নিজে তদন্ত করে দেখব। যদি কোনও দুর্নীতি হয়ে থাকে আমার দফতরে, তার ব্যবস্থা নেওয়া হবে।”

এই নিয়ে রীতিমতো গভীর রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মুহুরীরা বিএলআরও সহ আরও এক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ আসে,প্রশাসনকে উপযুক্ত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সন্দেশখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহবায়ক শেখ শাহজাহান বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা প্রশাসনকে বলেছি সঠিক তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব‍্যবস্থা করতে‌। পাশাপাশি জেলা শাসক, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে লিখিতভাবে জানাবো। এই দুর্নীতির সঙ্গে যে আধিকারিকরা জড়িত তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করবো।”

Next Article