বাগদা: প্রাথমিকে (Primary) চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল উপপ্রধানের স্বামী। শেষমেশ চাকরি না হওয়ায় আদালতের দ্বারস্থ ওই পরিবার। অভিযুক্ত ব্যক্তির নাম সমীর বিশ্বাস। জানা গিয়েছে, সমীরবাবু প্রতারিত ওই পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার রানিহাটি এলাকায়।
ওই এলাকার বাসিন্দা রামকৃষ্ণ বালা। তিনিই বনগাঁ মহকুমা আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গাইঘাটার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আন্নারানি বিশ্বাসের স্বামী সমীর কুমার বিশ্বাস। তিনি তাঁর ছেলেকে প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা নিয়েছেন।
রামকৃষ্ণ বালার অভিযোগ, তাঁদের দুঃসম্পর্কের আত্মীয় সমীর বিশ্বাস। ২০১৭ সালে হঠাৎই তাঁর বাড়িতে আসেন। এবং তার ছেলে কী করছেন সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। এরপর প্রতিশ্রুতি দেন, তাঁর ছেলেকে প্রাইমারিতে চাকরি পাইয়ে দেবেন। তার জন্য ১০ লক্ষ টাকা প্রয়োজন। সমীর বিশ্বাসের কথামতো রামকৃষ্ণ বালা সেই ১০ লক্ষ টাকা নগদ দেন। এবং নিজের বাড়িতে বসেই একটি স্ট্যাম্প পেপারে তা লিখে দেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও চাকরি না মেলায় তিনি সমীর বিশ্বাসের কাছে যান। অভিযোগ, সেই সময় সমীর বিশ্বাস বলেন, টাকাগুলি তিনি নেতা-মন্ত্রীদের দিয়ে দিয়েছেন।
রামকৃষ্ণ বালার আরও অভিযোগ, প্রথমদিকে সমীর বিশ্বাস তার দেওয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললেও এখন তার কাছে টাকা চাইতে গেলে তা ফেরত দিতে অস্বীকার করছেন। শুধু তাই নয়, ছেলে এবং তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন। আদালতের কাছে তিনি আবেদন করেছেন, যাতে তাঁকে সুবিচার পাইয়ে দেওয়া হয়। এবং তিনি যাতে তাঁর দেওয়া দশ লক্ষ টাকা ফেরত পান তার ব্যবস্থা করা হয়।
অভিযুক্ত সমীর বিশ্বাসের বক্তব্য,রামকৃষ্ণের কাছ থেকে তিনি আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন। নিয়মিত তাকে সুদের টাকা দেওয়া হচ্ছে। ১০ লক্ষ টাকা এবং চাকরি পাইয়ে দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
বিষয়টি নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। অপরদিকে,তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস বলেন, “দুর্নীতি হয়ে থাকলে দল কড়া পদক্ষেপ করবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”