Firecracker Sized: বেআইনি বাজি কারখানা বন্ধে অতিসক্রিয় পুলিশ, বেলঘরিয়ায় অভিযান চালিয়ে উদ্ধার ৩০০ কেজি বাজি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 23, 2023 | 12:07 PM

Firecracker Sized: জেলায়-জেলায় চলছে ধরপাকড়। এবার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় ৩০০ কেজি বাজি সহ ১ জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ।

Firecracker Sized: বেআইনি বাজি কারখানা বন্ধে অতিসক্রিয় পুলিশ, বেলঘরিয়ায় অভিযান চালিয়ে উদ্ধার ৩০০ কেজি বাজি
বাজি উদ্ধার (নিজস্ব চিত্র)

Follow Us

বেলঘরিয়া: এগরা-বজবজ-মালদা! একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ অব্যাহত। প্রাণ গিয়েছে অনেকের। তবুও রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারখানা। ইতিমধ্যেই নবান্নর তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারিও করা হয়েছে। সেই মতো তৎপর হয়েছে পুলিশ। জেলায়-জেলায় চলছে ধরপাকড়। এবার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় ৩০০ কেজি বাজি সহ ১ জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকে ৩০০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার বাজি ব্যবসায়ী। তাঁর নাম টিঙ্কু মজুমদার। আগামী দিনেও এই ধরপাকড় চলবে বলে জানায় পুলিশ।

বস্তুত, মঙ্গলবার সকালে মালদার ইংরেজবাজার পুরসভার অধীন নেতাজি মার্কেটে বাজির দোকানে বিধ্বংসী আগুন লাগে। দু’জন শ্রমিকের মৃত্যু হয় এই ঘটনায়। দু’জনের খোঁজ নেই। চারজনই শ্রমিক। যেখানে আগুন লাগে, সেটি একটি মার্কেট। একসঙ্গে গায়ে গায়ে প্রচুর দোকান। এখানে তিনটি বাজির দোকানও রয়েছে। আবার অন্যদিকে রয়েছে কার্বাইড, অ্যামোনিয়া মজুত করাও। যেহেতু প্রচুর দাহ্য বস্তু এই বাজারে ঠাসা, ফলে কোথা থেকে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। অপরদিকে, রবিবার সন্ধ্যেবেলা বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে বজবজের চিংড়িপোতা গ্রামে।বিস্ফোরণের জেরে ঝলতে মৃত্যু হয়েছে তিন জনের। এক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ১২ জনের।

 

Next Article