Woman Harassment: স্বামী নেই বাড়িতে, সুযোগ বুঝেই মহিলার ঘরে ঢুকল প্রৌঢ়, তারপরই…

Saumav Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 23, 2023 | 12:45 PM

Basirhat: বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই গৃহবধূ। তাঁর স্বামী কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগই কাজে লাগায় অভিযুক্ত।

Woman Harassment: স্বামী নেই বাড়িতে, সুযোগ বুঝেই মহিলার ঘরে ঢুকল প্রৌঢ়, তারপরই...
বসিরহাটের ঘটনা (নিজস্ব চিত্র)

Follow Us

মিনাখাঁ: ফাঁকা বাড়িতে ছিল না কেউ। স্বামী কাজের জন্য বাইরে গিয়েছিলেন সেই সময় ঘটল অঘটন। প্রতিবেশী এক ব্যক্তি সেই সুযোগে ঢোকে বাড়ির ভিতর। আর তারপরই নিকৃষ্ট কাজের চেষ্টা করে সে। ফাঁকা বাড়িতে মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। পরে গৃহবধূর চিৎকারে পালিয়ে যায় সে। তবে এতেও বেশিকিছু লাভ করতে পারেনি। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই গৃহবধূ। তাঁর স্বামী কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগই কাজে লাগায় অভিযুক্ত। অভিযোগ, চুপিসারে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্ট করে সে। তবে মহিলার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তখন অভিযুক্ত পালিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির বয়স ৪৫। সে পেশায় ভ্যান চালক।

এরপর নির্যাতিতা গৃহবধূ ধর্ষণের চেষ্টার মামলা রুজু করেন পুলিশে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দক্ষিণ বামনপুকুর গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

Next Article