BSF: ৩ হাজার টাকার জন্যই ভারতে বসে সীমান্তে বড় চাল চালত এরা! ভারত পাক যুদ্ধ আবহে বড় সাফল্য বিএসএফের
BSF: বিথারি সীমান্তে রুটিন তল্লাশির সময়েই ওই মোটর সাইকেল আরোহীকে দেখতে পায় বিএসএফ। বিথারি চেকপোস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে এসেছিল কড়া বার্তা। সতর্ক ছিলেন জওয়ানরা। এবং সম্ভাব্য সকল রুটে নজরদারি জোরদার করা হয়েছিল।

উত্তর ২৪ পরগনা: এক মোটর সাইকেল আরোহীর গতিবিধি দেখে সন্দেহ হয়েছিল বিএসএফের। ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি। তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে কাউকেই কোনওরকম সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না সীমান্তরক্ষী বাহিনীরা। আগ থেকে খবর ছিল বিএসএফের কাছে, সেই মোতাবেক ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ। কথার একাধিক অসঙ্গতি। তারপর চলে তল্লাশি। আর তাতেই পর্দাফাঁস। উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট। বাংলাদেশ থেকে ভারতে আনা তিনটি সোনার বিস্কুট ওজন ৩৩৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩৩,৫৩,২৪৯ টাকা।
জানা গিয়েছে, বিথারি সীমান্তে রুটিন তল্লাশির সময়েই ওই মোটর সাইকেল আরোহীকে দেখতে পায় বিএসএফ। বিথারি চেকপোস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে এসেছিল কড়া বার্তা। সতর্ক ছিলেন জওয়ানরা। এবং সম্ভাব্য সকল রুটে নজরদারি জোরদার করা হয়েছিল। বিকালে বিথারি ক্যাম্পের কাছে একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হয়ে ওঠে। ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর, তল্লাশি চলে। বাইকের ইঞ্জিন এবং সেন্টার স্ট্যান্ডের মধ্যে কৌশলে লুকানো তিনটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর উত্তরপাড়ার বাসিন্দা এবং স্বরূপদহের অন্য একজনের কাছে সোনা পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। যার জন্য তাঁকে মাত্র ৩,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। তবে, বিএসএফের সতর্কতার কারণে, তার পরিকল্পনা ব্যর্থ হয়।





