Accident: একটা তীব্র আওয়াজ, মাঝ রাস্তায় দু’জন পুরুষমানুষকে এভাবে দেখতে হবে কেউ কল্পনাও করেননি

হিমাদ্রী মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 10, 2024 | 10:03 AM

Road Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। অন্যটি সাঁইথিয়ার দিক থেকে আসছিল। দ্রুত গতিতে যাচ্ছিল বাইক দু'টি। এরপরেই ব্রাহ্মণী মোড়ের কাছে আসতেই মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়েন সকলে বাইক থেকে।

Accident: একটা তীব্র আওয়াজ, মাঝ রাস্তায় দুজন পুরুষমানুষকে এভাবে দেখতে হবে কেউ কল্পনাও করেননি
বীরভূমে কী ঘটেছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সিউড়ি: কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওঁরা। তবে পরিণতি এমন ভয়াবহ কেউ ভাবেননি। রাস্তায় গতির বলি হলেন দু’জন। আহত আরও তিন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া ঢোকার মুখে ব্রাহ্মণীর কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। অন্যটি সাঁইথিয়ার দিক থেকে আসছিল। দ্রুত গতিতে যাচ্ছিল বাইক দু’টি। ব্রাহ্মণী মোড়ের কাছে আচমকা মুখোমুখি সংঘর্ষ হয় উচ্চগতিতে থাকা ওই বাইকদুটির। আরোহীরা ছিটকে পড়ে যান বাইক থেকে। তাঁদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

মৃতদের নাম শুভম ধীবর (২১) এবং বিকাশ মণ্ডল (৫৬)। মৃতদের মধ্যে শুভম ধীবরের বাড়ি লাভপুর থানা এলাকার মীরপুর গ্রামে, আর বিকাশ মণ্ডলের বাড়ি সাঁইথিয়ায়। ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, “একটা বাইকে দুজন ছিল। আর একটি বাইকে তিনজন। তার মধ্যে ছিল মহিলা ও শিশু। দুটো বাইকের ধাক্কা লাগে। একটি বাইকের চালক ঘটনাস্থলেই মারা যান।” পরে মৃত্যু হয় আরও একজন বাইক আরোহীর।

Next Article