উত্তর ২৪ পরগনা: ভরা রাস্তা। রাস্তার দু’ধারের দোকানও খোলা। আচমকাই চিৎকার চেঁচামেচি। দুই যুবকের মধ্যে ব্যাপক অশান্তি হচ্ছে। আশপাশের সকলে তাঁদের থামানোরও চেষ্টা করছেন। কিন্তু তাঁদের সে অর্থে বোঝানো যাচ্ছেন। আচমকাই এক যুবক পকেট থেকে ধারাল অস্ত্র বার করে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অন্য জন। হাতে অস্ত্র দেখে ততক্ষণে ভয়ে সরে গিয়েছেন বাকিরাও। কোনওক্রমে কয়েকজন তাঁকে পিছন থেকে জাপটে ধরেন। কিন্তু অপর যুবকের শরীরে একাধিক ক্ষত তৈরি হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই যুবকের। পরে জানা যায়, যাঁর মৃত্যু হয়েছে, তিনি সম্পর্কে অভিযুক্তের শ্যালক। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টিটাগর বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ওয়াজেদ আলি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনের মধ্যে আগে থেকেই অশান্তি ছিল। শুক্রবার দুপুরের বাজারের মধ্যে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েক জন তাঁদের সামলানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি সামলানো যায় না। অভিযোগ, আচমকাই পকেট থেকে ছুরি বার করে এলোপাথাড়ি কোপাতে থাকে।
স্থানীয় বাসিন্দারা ওয়াজেদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিএনবসু হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় ওয়াজেদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। অভিযুক্ত জামাইবাবু মহম্মদ আমজাদ ওরফে বাবলুকে গ্রেফতার করেছে টিটাগর থানার পুলিশ।