Barasat TMC: ‘বাংলাদেশ থেকে আগতরা ভোটার লিস্টে নাম তুলতে হলে…’, এ কী বললেন তৃণমূলের জেলা নেত্রী

Dipankar Das | Edited By: Soumya Saha

Nov 24, 2023 | 5:41 PM

TMC: সাংগঠনিক জেলা চেয়ারপার্সন বলেন, "জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভাল করতে পারেন। বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, যদি লিঙ্কের কোনও সমস্যা হয়, ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভাল করে দেবেন।"

Barasat TMC: বাংলাদেশ থেকে আগতরা ভোটার লিস্টে নাম তুলতে হলে..., এ কী বললেন তৃণমূলের জেলা নেত্রী
কী বললেন তৃণমূলের জেলা চেয়ারপার্সন
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাসত: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে জেলায় জেলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক শিবির। জেলায় জেলায় চলছে ঘুঁটি সাজানোর পালা। এলাকার সব ভোটারদের ভোটার কার্ড ঠিকঠাক আছে কি না, সেটাও নজরে রাখছে শাসক শিবির। আর এসবের মধ্যেই বেফাঁস মন্তব্য তৃণমূলের জেলা চেয়ারপার্সনের গলায়। কিছুদিন আগেই তৃণমূলের উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন হয়েছেন রত্না বিশ্বাস। এবার তাঁর মুখে শোনা গেল, বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তোলার প্রসঙ্গ।

শুক্রবার হাবরায় এক দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন রত্না বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জাকির হোসেনও। সেখানে বক্তব্য রাখার সময়ই রত্না বিশ্বাসের মুখে শোনা যায় এই মন্তব্য। ঠিক কী বললেন তিনি? সাংগঠনিক জেলা চেয়ারপার্সন বলেন, “জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভাল করতে পারেন। বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, যদি লিঙ্কের কোনও সমস্যা হয়, ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভাল করে দেবেন। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে।” আর এই মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।

এই নিয়ে টিভি নাইন বাংলার তরফে রত্না বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সাফাই দিয়েছেন জাকির হোসেন। তৃণমূল নেতার সাফাই, বিষয়টি এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। বিষয়টি ‘স্লিপ অব টাং’ বলেই সাফাই দিচ্ছেন জাকির হোসেন। তাঁর বক্তব্য, “অবশ্যই সাবধান হওয়া উচিত ছিল। বাংলাদেশি কথাটি ব্যবহার না করা উচিত ছিল।”

জাকির হোসেনের ব্যাখ্যা, তাঁরা এলাকায় যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের ৯০ শতাংশই ১৯৬০ সালের পর এসেছেন। বলেন, “১৯৯০ সালের আগে যাঁদের ভোটার লিস্টে নাম ছিল, ১৯৯০ সালের পর তাঁদের অনেকেরই নাম বাদ পড়ে গিয়েছে। যে কোনও কারণেই হোক। সেই লিঙ্কটার কথা উনি বলেছেন। বিষয়টি উনি ওভাবে বলতে চাননি।”

Next Article