হালিশহর: পাশে দাঁড়িয়ে একরত্তি। সেদিকে তাঁর খেয়াল নেই। হাতে রিভলবার। পরপর গুলি চালালেন। শিশুটি প্রথমে ভয় পেয়ে সরে গেল। এক মহিলাকেও পাশ দিয়ে যেতে দেখা গেল। কিন্তু, কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে হালিশহরে। কারণ, যিনি গুলি চালাচ্ছেন, তিনি হালিশহর পৌরসভার কাউন্সিলর অশোক যাদব। ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সাফাই দিয়েছেন তৃণমূল ওই কাউন্সিলর। মুখ খুলতে চায়নি শাসকদল।
গতকাল জন্মাষ্টমী ছিল। সেই উপলক্ষে হালিশহরে অনুষ্ঠান হয়। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সাদা জামা-প্যান্ট পরে হাতে রিভলবার উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন অশোক যাদব। আশপাশে বেশ কয়েকজন রয়েছেন। সবাই তাঁকে লক্ষ্য করছেন। হঠাৎ শূন্যে পরপর গুলি চালালেন তিনি। সেইসময় এক শিশু তাঁর পাশেই ছিল। এক মহিলাকেও দেখা যায় তাঁর পাশ দিয়ে যেতে।
ভাইরাল ভিডিয়ো নিয়ে প্রশ্ন করা হলে গুলি চালানোর কথা স্বীকার করে নেন তৃণমূল ওই কাউন্সিলর। বলেন, নিজের লাইসেন্সকৃত রিভলবার থেকে গুলি চালিয়েছেন। দুই রাউন্ড গুলি চালিয়েছেন। কিন্তু, আচমকা শূন্যে গুলি চালালেন কেন? কাউন্সিলরের যুক্তি, সাধারণ মানুষ তাঁকে অনুরোধ করেছিলেন গুলি চালানোর জন্য। সেই জন্যই শূন্যে গুলি চালান তিনি।
দলের কাউন্সিলরের শূন্যে এভাবে গুলি চালানো নিয়ে শাসকদলের তরফে এখনও কেউ মুখ খোলেনি। হালিশহর থানার পুলিশও এই নিয়ে কিছু বলেনি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)