খড়দহ: অভিযুক্ত গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল পুলিশ। সে সময় অভিযুক্তদের পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনার পর অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে খড়দহ খানার পুলিশ। উত্তর ২৪ পরগনার সোদপুর ট্রাফিক মোড়ে ঘটেছে এই ঘটনা। যদিও অভিযুক্ত কাউন্সিলর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুলিশের কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে তাঁর পাশে দাঁড়াবে না দল। শাসকদলের কাউন্সিলরের এই কাজের সমালোচনায় সরব বিজেপি।
দুর্গাপুজোর কেনাকাটার জন্য ভিড় ছিল সোদপুর স্টেশন রোডের বাজারে। মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল ট্রাফিক পুলিশ ও খড়দহ থানার পুলিশ প্রশাসনয। সে সময় সোদপুর ব্রিজে ওঠার মুখে টোটো চালকেরা ট্রাফিক মানছিল না বলে অভিযোগ। এ নিয়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার টোটো চালকদের রাস্তার অবরুদ্ধ করে দাঁড়াতে নিষেধ করেন। তা নিয়ে টোটো চালকদের সঙ্গে সিভিক পুলিশের গণ্ডগোল শুরু হয়। তখন কর্তব্যরত সিভিক পুলিশকে মারধরের অভিযোগ ওঠে টোটো চালকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত দুই টোটো চালককে আটক করে খড়দহ থানায় নিয়ে যাবার সময় সোদপুর ট্রাফিক মোড়ে পুলিশের জিপ থেকে অভিযুক্তদের নামিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোবিন্দ দাসের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।
পরে অবশ্য খড়দহ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত দুই টোটো চালককে গ্রেফতার করে। পুলিশের জিপ থেকে নামিয়ে নেওয়ার অভিযোগে কাউন্সিলর গোবিন্দ দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও খড়দহ থানা। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত বিষয় অস্বীকার করেছেন গোবিন্দ। এ ঘটনাযর নিন্দা করেছেন পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ। বিধায়ক বলেছেন, “পুলিশ প্রশাসন পুলিশের কাজ করবে। অন্যায় ভাবে পুলিশের কাজে বাধা দিলে কাউকে রেয়াত করা হবে না।” পাশাপাশি শাসকদলের পৌরপিতার এরকম ধরনের ঘটনার সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাজ্য বিজেপি মোর্চার কনভেনর জয় সাহা বলেছেন, “টোটো চালকদের নিজেদের ক্যাডার বানিয়েছে তৃণমূল। এটাই তৃণমূলের সংস্কৃতি।”