কামারহাটি: কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে কটাক্ষ করলেন কামারহাটি পুরসভার পৌরমাতা নির্মলা রাই। এলাকায় বসন্তোৎসব পালনের পাশাপাশি ওই মহিলা কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা ঘোল তৈরি করেছিলেন। এক যুবকের ন্যাড়া মাথায় সেই ঘোল ঢেলেছেন তাঁরা। কৌস্তবের ন্যাড়া মাথায় ঘোল ঢালার প্রতীকী প্রতিবাদ এভাবেই করেছেন তাঁরা। সেই সঙ্গে তীব্র কটাক্ষ ছুঁড়েছেন কৌস্তবের উদ্দেশ্যে। পাশাপাশি কৌস্তভের ন্যাড়া হওয়া নিয়ে ওই কাউন্সিলরের কটাক্ষ, “মাথায় উকুন হয়েছিল। সেই উকুন সারাতে মাথা ন্যাড়া করেছেন কৌস্তভ বাগচী।” সাগরদিঘি নির্বাচনের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করার অভিযোগ ওঠে কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে। এর পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য ব্যক্তিগত বন্ডে আদালকত জামিন দেয় তাঁকে। এর পরই প্রকাশ্যে মাথা ন্যাড়া করেন কৌস্তব। জানান, মমতা সরকারের অপসারণ অবধি মাথা ন্যাড়া রাখবেন তিনি।
এ বিষয়ে কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই বলেছেন, “ ওনার মাথায় উকুন ছিল তাই উকুন সরাতে ন্যাড়া হয়েছেন কৌস্তভ বাগচী। নিজের প্রচার করতে দিদিকে নিয়ে অপপ্রচার করছেন তিনি।” এর পরই কৌস্তভকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ৩২টি সেলাই আছে। তুমি তোমার মাথায় ৪০টি সেলাই ফেলে আসো। তার পর বুঝবো তুমি একজন ব্যক্তি।” এর পর ন্যাড়া মাথা এক যুবকের মাথায় ঘোল ঢেলে কৌস্তভকে কটাক্ষও করেছেন ওই কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। সেই সঙ্গে স্লোগান দিয়েছেন, “দিদির জন্য খেলো দোল, ন্যাড়া মাথায় ঢালো ঘোল।” ন্যাড়া মাথা ন্যাড়াই রয়ে যাবে। টাকে কোনদিন চুল গজাবে না। মমতা ব্যানার্জি কে কোনদিন বদলানো যাবে না। নাম না করে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচী কে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।
শাসকদলের কাউন্সিলরের এই কটাক্ষের জবাবও দিয়েছেন কৌস্তভ বাগচী। তিনি বলেছেন, “তৃণমুল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে। কাল থেকে আমার বিপুল জন সমর্থন দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই মানুষকে ভুল বোঝানোর জন্য যা খুশি করছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে ঘোলটা যুবরাজের মাথায় গিয়ে ঢাললে ভালো হত।”