উত্তর ২৪ পরগনা: ইস্যু জুয়া খেলা। আর তার প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার সোদপুরে। একে অপরের বিরুদ্ধে বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে হামলার অভিযোগ তুলেছে দুপক্ষই। ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। ঘটনায় আহত হয়েছেন জন। সোদপুরের অম্বিকামোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। এই নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একুশের সভার পর সন্ধ্যায় ফিরে এসে অনেকেই জুয়া খেলায় বসেছিলেন। তারই প্রতিবাদ করেছিলেন সঞ্জীব দাস নামে এলাকার এক তৃণমূল কর্মী। অভিযোগ, প্রতিবাদ করায় তাঁকে প্রথমে মারধর করা হয়। প্রতিরোধ গড়তে পাল্টা তৃণমূলেরই এক পক্ষ এসে হামলা করে বলে অভিযোগ।
রাতে এলাকায় উত্তেজনা বাড়ে। তৃণমূলেরই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড অম্বিকাপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সিপিএম থেকে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তৃণমূল কর্মী টুঙ্কাই পাল এলাকায় সাট্টা জুয়া চালায় বলে এক পক্ষের অভিযোগ।
অভিযোগ, জুয়া ঠেক বসানোয় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, তারই প্রতিবাদ করেছিলেন এলাকার পুরনো তৃণমূল কর্মী সঞ্জীব দাস। আর তার জেরেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
২১শে জুলাইয়ের ধর্মতলার সমাবেশ থেকে ফিরে এসে এলাকায় চায়ের দোকানে ছেলেকে নিয়ে চা খাচ্ছিলেন তৃণমূল কর্মী সঞ্জীব দাস। সেই সময়েই টুঙ্কাইয়ের দলবল তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ।
সঞ্জীব দাসকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই আহত তৃণমূল কর্মী সঞ্জীব দাসকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। অভিযুক্ত তৃণমূল কর্মী টুঙ্কাই পালের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহার প্রতিক্রিয়া, “সন্ধ্যা হলেই তৃণমূল কর্মীরা মদ মাংসে ডুবে যাচ্ছে, তাতে তৃণমূলের নিজেদের মধ্যে জুয়া খেলাকে নিয়ে লড়াই হবে না তো কী হবে! তৃণমূলের নিজেদের এই লড়াইয়ের মধ্য দিয়ে যে উন্নয়ন চলছে, এই উন্নয়ন মানুষ আর চায় না।”
.