বাগদা: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পদ থেকে বহিষ্কার তৃণমূল ওই নেতা। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ইতিমধ্যে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার বাগদা থানা (Bagda police station) এলাকার ঘটনা। সেখানকার স্থানীয় এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে । রবিবার নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ পেয়ে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ । অন্যদিকে, অভিযুক্তর বাড়িতে পুলিশ গেলেও তাঁর খোঁজ মেলেনি।
এই ঘটনা প্রসঙ্গে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, “২০২২ সালের ডিসেম্বর মাসের ২৯ তারিখে দলীয় আঞ্চলিক সভাপতি পদ থেকে অভিযুক্তকে সরিয়ে দেওয়া হয়েছে । বর্তমানে দলীয় সব রকম কর্মসূচিতে তাঁকে অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞ জারি করা হয়েছে । ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা দল কোনও ভাবেই সমর্থন করে না। আইন আইনের পথে চলবে।”
অন্যদিকে এই বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শিশির হালদারের দাবি, আঞ্চলিক সভাপতি হিসেবে ওই ব্যক্তি দলের সঙ্গেই কাজ করেই চলছিল । এই ঘটনা জানাজানি হওয়ার পর তাঁকে বহিষ্কার করা হয়েছে ।