TMC in Sandeshkhali: ‘খেলা ঘুরে যাবে’, সন্দেশখালিতে পৌঁছেই বললেন মন্ত্রী পার্থ
TMC in Sandeshkhali: পৌঁছেই এদিন এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন পার্থ ভৌমিক। তিনি জানান, মানুষের কেন এত ক্ষোভ, তা জানতেই কথা বলবেন তিনি। বৈঠকের পর কর্মীদের উদ্দেশে বার্তা দেন মন্ত্রী। তিনি দাবি করেন, বিজেপি আসলে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
সন্দেশখালি: প্রায় ৬ দিন পার হয়ে গেলেও উত্তাপ কমেনি সন্দেশখালিতে। মহিলারা লাঠি নিয়ে রাস্তায় নামার পর যে পরিস্থিতির সূত্রপাত, সেই আঁচ এখনও স্পষ্ট সন্দেশখালির মাটিতে। আঁচ ছড়াচ্ছে সন্দেশখালির বাইরেও। মঙ্গলবারও এই ইস্যুতে পথে নেমেছেন বিরোধীরা। সেই আবহে এবার রাজ্যের মন্ত্রী হাজির সন্দেশখালিতে। হাইকোর্টের নির্দেশে ১৪৪ ধারা উঠে যাওয়ার পরই মঙ্গলবার সন্ধ্যায় লঞ্চে চেপে ওই এলাকায় পৌঁছে গেলেন মন্ত্রী। সঙ্গে ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানেই পৌঁছেই পার্থ ভৌমিক বললেন ‘খেলা ঘুরে যাবে।’ শুধু তাই নয়, এদিন দলীয় কর্মীদের উদ্দেশে পার্থ বলেন, ‘খেলা কি হবে?’ কর্মীরা সমবেত স্বরে ইতিবাচক উত্তর দিতেই মন্ত্রী তাঁদের বলেন, ‘ওটাই শুধু মাথায় রাখবে, আর কিছু রাখতে হবে না।’
সন্দেশখালিতে যে বিক্ষোভের আগুন জ্বলছে, তা মূলত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগী শিবু হাজরা ও উত্তর সর্দারের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। শাসকদলকে কাঠগড়ায় তুলছে বিজেপি-সিপিএম। উত্তম পুলিশের জালে এলেও অধরা শিবু। এই আবহে প্রথমবার সন্দেশখালির মাটিতে পা রাখল তৃণমূলের প্রতিনিধি দল।
পৌঁছেই এদিন এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন পার্থ ভৌমিক। তিনি জানান, মানুষের কেন এত ক্ষোভ, তা জানতেই কথা বলবেন তিনি। বৈঠকের পর কর্মীদের উদ্দেশে বার্তা দেন মন্ত্রী। তিনি দাবি করেন, বিজেপি আসলে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। পরিস্থিতি কী বুঝলেন, এই প্রশ্ন করায় পার্থ বলেন, ‘খেলা ঘুরে যাবে।’
পার্থ ভৌমিক বলেন, “যারা ভাবছে যে টিভিতে একদিন মুখ দেখিয়ে সন্দেশখালি দখল করে নেবে, তারা একবার দেখে যান। মাটির সঙ্গে যোগাযোগ না থাকলে এলাকায় থাকা যায় না। যারা জানে না, তারা মূর্খের দল।” সন্দেশখালির মাটিতে ঘাসফুলের শিকড় যে এখনও পোক্ত আছে, কার্যত সেই বার্তাই দিয়ে গিয়েছেন পার্থ ভৌমিক।