উত্তর ২৪ পরগনা: হাতে গোনা আর কয়েকদিন। তারপরই পুরভোট। এর মধ্যেই চলছে লাগাতার প্রচার। এক ইঞ্চিও জমি কেউ কাউকে ছাড়তে নারাজ। তবে এই প্রচারের মধ্যেই প্রকাশ্য জনসভায় খেই হারিয়ে ফেলছেন রাজনৈতিক নেতারা। অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বক্তব্য রাখতে গিয়ে উদাহরণ স্বরূপ সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করলেন তিনি। পাল্টা প্রতিক্রিয়া মিলেছে সিপিএম-এর তরফে।
রবিবার অশোকনগর পুরসভার ১ ও ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম-এর বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক নারায়ণ গোস্বামী।
কী বললেন তিনি?
‘সিপিএম-এর অবস্থা কেমন জানেন? মাফ করবেন এটা শুধু উপমা দেওয়ার জন্য বলছি। কুকুর দেখেছেন গৃহপালিত পশু। কুকুরের পায়ে যদি ঘা হয় নিজে-নিজেই সারিয়ে নেয়। পিছনে ঘা হলেও নিজে-নিজেই সারিয়ে নেয়। কিন্তু কুকুরের মাথায় ঘা হলে সারাতে পারে না। মারা যায়। কুকুরের জিভে অ্যান্টিসেপ্টিক রয়েছে। ওই জিভ দিয়ে যতদূর চাটতে পারবে ততদূর ঘা আর হবে না। কিন্তু মাথায় ঘা হলে সেই ওষুধ আর মাথায় যায় না। তাই কুকুর মারা যায়। ২০১১ সালে বামফ্রন্ট নামক বস্তুর মাথায় ঘা হয়েছে। এ আর বাঁচবে না।’পরে যদিও নারায়ণবাবু জানান, তিনি সিপিএমকে কুকুর বলেননি উদাহরণস্বরূপ একটি গল্প বলেছেন মাত্র।
এই প্রসঙ্গে সিপিআইএমের অশোকনগরে প্রাক্তন বিধায়ক তথা বামফ্রন্টের নেতা সত্যসেবী কর বলেন, “যে যাঁর রুচি সংস্কৃতি অনুযায়ী বক্তব্য রাখেন। কথা বলেন। আমি ওনাকে বলবো উনি তো এখানে নতুন, এইখানকার যাঁরা তৃণমূলের নেতা আছেন তাঁরা ওনাকে একটু সৎ পরামর্শ দিক। কারণ এটা অশোকনগরের সংস্কৃতি নয়। এইভাবে একটি তুলনা টানা তাতে তৃণমূলের দৈন্যতাকেই তিনি প্রকাশ করছেন। পাশাপাশি তিনি বিধায়কের নাম না করে কটাক্ষের সুরে বলেন আমরা যদি মরেই যাই তাহলে মৃতপ্রায় একটি দলকে নিয়ে ওনার এত উৎকণ্ঠা কিসের?’