TMC Rally 21 July: ২১ জুলাই কর্মসূচির পর থেকে ‘নিখোঁজ’ তৃণমূল কর্মী, সঙ্গীরা বাড়ি ফিরলেও দেখা নেই আবু তালেবের

Saumav Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 23, 2023 | 11:22 AM

TMC Rally 21 July: পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই ব্যক্তির নাম আবু তালেব মোল্লা (৫০)। একুশে জুলাইয়ের পর থেকেই নিখোঁজ তিনি। এলাকায় সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন তিনি।

TMC Rally 21 July: ২১ জুলাই কর্মসূচির পর থেকে নিখোঁজ তৃণমূল কর্মী, সঙ্গীরা বাড়ি ফিরলেও দেখা নেই আবু তালেবের
আবু তালেব মোল্লা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মিনাখাঁ: ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ তৃণমূল কর্মী। পরিবারের দাবি, ৭২ ঘণ্টা কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের দাবি, তাঁর সঙ্গে যাওয়া অন্যান্য তৃণমূল কর্মীরা ফিরে এলেও ওই ব্যক্তি বাড়ি ফেরেননি। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম জয়গ্রামের ঘটনা।

পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই ব্যক্তির নাম আবু তালেব মোল্লা (৫০)। একুশে জুলাইয়ের পর থেকেই নিখোঁজ তিনি। এলাকায় সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন। জানা গিয়েছে, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে গিয়েছিলেন আবু তালেব মোল্লা। তাঁর সঙ্গে থাকা দলের অন্যান্য কর্মীরা ফিরে এলেও আবু তালেব আসেননি। রাস্তা ভুল করেছেন নাকি অন্য কিছু তা এখনও পরিবার জানতে পারেনি।

এ দিকে, নিখোঁজের বিষয়ে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করতে গেলে পরিবারের দাবি পুলিশ পরামর্শ দেয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। যদিও মৌখিক অভিযোগের ভিত্তিতে তৃণমূলের যে দলীয় কর্মীদের সঙ্গে গিয়েছিলেন আবু তালেব তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আবু বক্কর মোল্লা বলেন, “২১শে জুলাই আবু তালেব ধর্ম তলায় নেমেছিলেন কিন্তু আর বাসে ওঠেননি। যদি কেউ তার খোঁজ পান তাহলে অবিলম্বে ৯০৬৪৫১০৭৩৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।”

 

Next Article