বরানগর: গুঞ্জন আগেই শুরু হয়েছিল। আর আজ আনুষ্ঠানিকভাবে বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বিকেলেই বরানগরের উপনির্বাচনে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হয়েছে, আর সন্ধে থেকেই তৃণমূলব কর্মী-সমর্থকদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। উল্লেখ্য, প্রার্থীর নাম ঘোষণা করার ঠিক আগে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা অস্বস্তিতে ফেলেছিল শাসক শিবিরকে। দলেরই এক কাউন্সিলর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেছিলেন, ‘আমরা কোনও সেলেব্রিটি প্রার্থী চাই না’। যাতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করা হয়, সেই দাবিও করেছিলেন তিনি।
তৃণমূল কাউন্সিলরের ওই পোস্ট ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছিল বরানগরের রাজনীতির আঙিনায়। তবে প্রার্থীর নাম ঘোষণা হতেই সায়ন্তিকার সমর্থনে দেওয়াল লিখনে নেমে পড়লেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু বলেন, ‘দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। ভূমিপুত্র হোক বা বাইরের, যেখানকার প্রার্থীই হোন, দল যাঁকে প্রার্থী করবে, আমরা তাঁর সঙ্গেই আছি। আমরা দলের সঙ্গেই রয়েছি। আজ থেকেই দেওয়াল লিখন শুরু করে দিলাম।’ দলের কর্মী-সমর্থকদের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও উচ্ছ্বাস রয়েছে বলে জানাচ্ছেন তিনি।
লোকসভা ভোটের টিকিট না পেয়ে কিছুটা অভিমানী সুর শোনা গিয়েছিল সায়ন্তিকার গলায়। তবে এবার বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী করায় বেজায় খুশি সায়ন্তিকা। তৃণমূলের তারকা নেত্রী তথা বরাহনগরের প্রার্থী সায়ন্তিকা বলেছেন, ‘আমি খুব খুশি। দল আমার উপর ভরসা রেখেছে। আমি এই ভরসার মান রাখব।’