Bangladeshi Arrested: দালালের হাত ধরে এপার বাংলায় প্রবেশ, ভারতের জাল নথি তৈরি করে করে কী করার চেষ্টায় ছিল দুই বাংলাদেশি?
Bangladeshi Arrested: ধৃত দু’জনের মধ্যে জাল কাগজপত্র নিয়ে ভারতীয় নথি তৈরি করেছে। আর একজন ওই নথি তৈরির চেষ্টায় ছিল। প্রায় এক বছর আগে তাঁরা দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরি করে।

হাবরা: হাসিনা সরকারের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে। বেড়েছে ভারত বিদ্বেষ। কোনওরকম নাশকতা এড়াতে, অনুুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারিতে বিএসএফ। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে চিন্তা আরও বেড়েছে। এরইমধ্যে জাল ভারতীয় নথি নিয়ে গ্রেফতার দুই বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে হাবরা থেকেই দু’জনকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত দুই বাংলাদেশির মধ্য়ে একজনের নাম বিন্তো কুমার সাহা। বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকা। আর একজন হরিপ্রসাদ দাস। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার বাগেরী থানার চর মাসি গ্রামে।
সূত্রে খবর, ধৃত দু’জনের মধ্যে জাল কাগজপত্র নিয়ে ভারতীয় নথি তৈরি করেছে। আর একজন ওই নথি তৈরির চেষ্টায় ছিল। প্রায় এক বছর আগে তাঁরা দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরি করে। এদিন ধৃতদের বারাসত আদালতে পাঠায় হাবরা থানার পুলিশ। তাঁদের মাথায় আর কে কে আছে, কোন চক্র পিছনে কাজ করছে সবটাই জানার চেষ্টায় তদন্তকারীরা।





