ভাটপাড়া: দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। পরিচালক সুদীপ্ত সেন নির্মিত ওই সিনেমাটি ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না। রাজ্যে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টেও একজোড়া জনস্বার্থ মামলা হয়েছে। আর এরই মধ্যে এক শ্রেণির মানুষের মধ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে। বিভিন্ন সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের সামনে বিক্ষোভ প্রদর্শনের ছবি দেখা গিয়েছে। এরই মধ্যে রাজ্যে এসে ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti)। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় দলীয় কর্মসূচিতে এসেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। এ রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ‘দ্য কেরালা স্টোরি সিনেমাটি কোনও গল্প নয়, এটি যথার্থ ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, এই যথার্থ কথা যদি মানুষ জেনে যায়, তাহলে গড়বড় হয়ে যাবে।’
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি সকলের দেখা উচিত বলেও এদিন জানালেন নিরঞ্জন জ্যোতি। কেন্দ্রীয় মন্ত্রী বললেন, ‘সিনেমাটি দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্য়ায় ভয় পেয়ে আছেন। তিনি রাজনৈতিক চশমা পরে আছেন। সেই কারণে দেখাতে চাইছেন না। কেরালাও ভারতেই অঙ্গ। আমি সকলকে আমন্ত্রণ করছি, যাঁরা সিনেমাটি দেখতে চান উত্তর প্রদেশে আসুন। উত্তর প্রদেশ সরকার সেখানে সিনেমাটি করমুক্ত করে দিয়েছে।’
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার প্রতিবাদে এদিনও একাধিক জেলায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। চুঁচুড়ার এক মাল্টিপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখান একাংশের মানুষ। আবার বর্ধমান শহরের বীরহাটা থেকে কার্জনগেট পর্যন্তও বিজেপি জেলা যুব মোর্চার তরফে একটি মিছিল করা হয়। গতকাল বেলঘরিয়ায় রূপমন্দির সিনেমা হলের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন একাংশের মানুষ। রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করার পর থেকে এমন বিক্ষিপ্ত বিক্ষোভের দৃশ্য ধরা পড়েছে বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে রাজ্যে এসে কেন্দ্রীয় মন্ত্রী মুখ খুললেন ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। সিনেমাটির প্রদর্শনীতে রাজ্য সরকার ভয় পাচ্ছে বলেও খোঁচা দিলেন তিনি।