ব্যারাকপুর: সোমবার বিশ্বকর্মা পুজো। কিন্তু গালের সেই চওড়া হাসি নেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে। কারণ বন্ধ যাচ্ছে একের পর এক কারখানা। আজও কারখানা বন্ধের খবর এসেছে। মাস দুয়েক আগেও বন্ধ হয়েছে মিল। পুজোর, আগে বেতন না পেয়ে বিক্ষোভে সামিলও হয়েছিলেন শ্রমিকরা। এই পরিস্থিতিতে গতকাল বিশ্বকর্মা পুজো যে একপ্রকার জৌলুসহীন সেখানে তা বলার অপেক্ষা থাকে না।
জানা গিয়েছে, এ দিন ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন প্রায় পাঁচ হাজার শ্রমিক। মাস দু’য়েক আগে বন্ধ হয়ে যায় অন্নপূর্ণা নামে আরও একটি জুটমিল। ফলত, একের পর এক কারখানা বন্ধে মাথায় হাত শ্রমিকদের। তাই পুজো থাকলেও তা এই কর্মহারা শ্রমিকদের কাছে অর্থহীন। এক শ্রমিক বললেন, “আজকের দিনে আমরা ব্যস্ত থাকতাম। অনেক সময় তো ছেলেমেয়েদের নতুন জামাও কিনে দিয়েছি। এই পুজোই আমাদের কাছে উৎসবের সমান ছিল। আর আজ কিছুই নেই। এবার কারখানা বন্ধ। তাই পুজো হবে না। কীভাবে সংসার চালাবো তাই বুঝতে পারছি না। আবার পুজো!”
এক সময় এই শিল্পাঞ্চল ছিল ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিল্প নগরী। আজ সেই শিল্প নগরী যেন শ্মশান রুপ নিয়েছে। একের পর এক কারাখানা বন্ধ হয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে শ্রমিকদের সেই বিশ্বকর্মা পুজোর আনন্দ। কমে গিয়েছে পুজোর জৌলুস। অন্যন্য সময়, পুজোর আগের দিন শ্রমিকরা ব্যস্ত হয়ে পড়তেন আয়োজনে। ঠাকুর আনা, বাজার করা, ভোগ তৈরিরর সরঞ্জাম কী থাকত না! আর আজ শ্রমিকদের মধ্যে সেই ব্যস্ততা নেই। প্রায় সবাই আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন।
সাংসদ অর্জুন সিং বলছেন, কিছু কারখানা বাম আমলেই বন্ধ গিয়েছে। আর কিছু কারখানা চলতি সরকারের আমলে বন্ধ হয়েছে। তবে জুট শিল্পের ভবিষ্যত খুব খারাপ। জুট মিলগুলির মালিক পক্ষ কন্ট্রাক্টরি রাজ চালু করায় আজ পাট শিল্প ও ধুঁকছে।এই ঠিকাদারি প্রথা শেষ না হলে জুট শিল্পটাই শেষ হয়ে যাবে।”