Video: TMCP-র নবীন বরণে মিকার সঙ্গে কোমর দোলালেন সাংসদ নুসরত

Saumav Mondal | Edited By: Soumya Saha

Feb 17, 2023 | 1:09 PM

Nusrat Jahan: নবীন বরণে উপস্থিত কয়েক হাজার ছাত্র-ছাত্রীর আবদার মেটালেন সাংসদ।

Follow Us

বসিরহাট: বসিরহাট কলেজের (Basirhat College) নবীন বরণ উৎসবে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল এলাকার তারকা সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)। শুক্রবার বসিরহাটের প্রান্তিক মাাঠে বসিরহাট কলেজের নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়ন। সেখানে অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত ছিলেন মুম্বইখ্যাত গায়ক মিকা সিং। সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্য়ায়, পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরীও। আর সেখানে মিকা সিংয়ের গানের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল অভিনেত্রী-সাংসদকে। নবীন বরণে উপস্থিত কয়েক হাজার ছাত্র-ছাত্রীর আবদার মেটালেন সাংসদ।

প্রসঙ্গত, নুসরত জাহান শুধু এলাকার সাংসদই নন, বসিরহাট কলেজের ম্যানেজিং কমিটিতেও রয়েছেন তিনি। কলেজের নবীন বরণের অনুষ্ঠানে এলাকার সাংসদ তথা কলেজের ম্যানেজিং কমিটির সদস্যের এই নাচ নিয়ে বাঁকা মন্তব্য করতে ছাড়েনি বিজেপি শিবির। বিজেপি যুব মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি পলাশ সরকার বলছেন, সাংসদ কলেজের অনুষ্ঠানে নাচতেই পারেন। নাচ-গান মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক রাখে। তবে, এসবের পাশাপাশি বসিরহাটের উন্নয়ন সম্পর্কে তিনি যদি উদাসীন না হতেন, তাহলে তা ভাল হত।

বিজেপির এই বাঁকা খোঁচার পাল্টা দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তৃণমূলের বক্তব্য, আনন্দ করা দোষের কিছু নয়। সাংসদ একজন শিল্পী ও নায়িকা। সাংসদের এই কাজে আমাদের যুব প্রজন্ম আরও বেশি উজ্জীবিত হচ্ছে। সাংসদ হিসেবে নন, শিল্পী হিসেবেই তিনি নাচগান করেছেন বলে ব্যাখ্যা তৃণমূল শিবিরের।

বসিরহাট: বসিরহাট কলেজের (Basirhat College) নবীন বরণ উৎসবে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল এলাকার তারকা সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)। শুক্রবার বসিরহাটের প্রান্তিক মাাঠে বসিরহাট কলেজের নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়ন। সেখানে অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত ছিলেন মুম্বইখ্যাত গায়ক মিকা সিং। সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্য়ায়, পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরীও। আর সেখানে মিকা সিংয়ের গানের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল অভিনেত্রী-সাংসদকে। নবীন বরণে উপস্থিত কয়েক হাজার ছাত্র-ছাত্রীর আবদার মেটালেন সাংসদ।

প্রসঙ্গত, নুসরত জাহান শুধু এলাকার সাংসদই নন, বসিরহাট কলেজের ম্যানেজিং কমিটিতেও রয়েছেন তিনি। কলেজের নবীন বরণের অনুষ্ঠানে এলাকার সাংসদ তথা কলেজের ম্যানেজিং কমিটির সদস্যের এই নাচ নিয়ে বাঁকা মন্তব্য করতে ছাড়েনি বিজেপি শিবির। বিজেপি যুব মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি পলাশ সরকার বলছেন, সাংসদ কলেজের অনুষ্ঠানে নাচতেই পারেন। নাচ-গান মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক রাখে। তবে, এসবের পাশাপাশি বসিরহাটের উন্নয়ন সম্পর্কে তিনি যদি উদাসীন না হতেন, তাহলে তা ভাল হত।

বিজেপির এই বাঁকা খোঁচার পাল্টা দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তৃণমূলের বক্তব্য, আনন্দ করা দোষের কিছু নয়। সাংসদ একজন শিল্পী ও নায়িকা। সাংসদের এই কাজে আমাদের যুব প্রজন্ম আরও বেশি উজ্জীবিত হচ্ছে। সাংসদ হিসেবে নন, শিল্পী হিসেবেই তিনি নাচগান করেছেন বলে ব্যাখ্যা তৃণমূল শিবিরের।

Next Article