WB Panchayat Polls 2023: জেলা পরিষদের এক আসনে তৃণমূলের প্রতীকেই দু’জনের মনোনয়ন! গোষ্ঠী কন্দোল চরমে

Dipankar Das | Edited By: সঞ্জয় পাইকার

Jun 19, 2023 | 2:26 AM

WB Panchayat Polls 2023: তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের দাবি, শুভজিৎ দাস দল থেকে প্রার্থী হয়েছে, আর দল যাকে প্রতীক দিয়ে প্রার্থী করবে আইএনটিটিইউসি সেই প্রার্থীর হয়েই লড়াই করবে, তাঁকেই সমর্থন করবে।

WB Panchayat Polls 2023: জেলা পরিষদের এক আসনে তৃণমূলের প্রতীকেই দুজনের মনোনয়ন! গোষ্ঠী কন্দোল চরমে
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ

Follow Us

বনগাঁ: একই জেলা পরিষদের আসনে জোড়াফুলের প্রতীক চেয়ে মনোনয়ন জমা তৃণমূলের দুই প্রার্থীর। মনোনয়ন পর্বের মাঝেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ শ্যামল রায় জেলা পরিষদের জন্য মনোনয়ন দিয়েছেন। অন্যদিকে, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাসও একই পদে মনোনয়ন জমা দিয়েছেন। আর এই ঘটনা নিয়েই বনগাঁয় শুরু হয়েছে জোর চর্চা।

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের দাবি, শুভজিৎ দাস দল থেকে প্রার্থী হয়েছে, আর দল যাকে প্রতীক দিয়ে প্রার্থী করবে আইএনটিটিইউসি সেই প্রার্থীর হয়েই লড়াই করবে, তাঁকেই সমর্থন করবে। তবে ওই কেন্দ্রে শ্যামল রায়ের মনোনয়ন জমা দেওয়াকে ব্যক্তিগত ভাবনা বলে মন্তব্য করেছেন নারায়ণ ঘোষ। তবে তিনি এটা স্পষ্ট করেছেন, দলের মধ্যে কোনও কোন্দল নেই।

তবে তা নিয়ে ময়দানে নামতে ছাড়ে নি বিজেপি। এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তথা আদি তৃণমূল এবং নব্য তৃণমূলের লড়াই বলে কটাক্ষ করেছেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। অশোক কীর্তনীয়া বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আদি তৃণমূল ও নব্য তৃণমূলের লড়াই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে।” তাঁর দাবি, তৃণমূল বনগাঁয় তৃতীয় স্থান পাবে, বিজেপি সব জায়গাতেই জয়লাভ করবে।

Next Article