বসিরহাট: লোকসভায় বহিরাগত প্রার্থী চাই না। অভিনেত্রী, অভিনেতা চাই না। সৎ ও শিক্ষিত মানুষ চাই। নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ বসিরহাট লোকসভা কেন্দ্র। এই পোস্টার পড়তেই জোর শোরগোল বসিরহাটের রাজনৈতিক মহলে। অস্বস্তিতে শাসক তৃণমূল। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী নুসরত জাহান। জয়ীও হন। কিন্তু, বারাবারই অভিযোগ উঠেছে এলাকায় দেখা পাওয়া যায় না তাঁর। এরইমধ্যে এবার এই নয়া পোস্টার ঘিরে শুরু চাপানউতোর। তবে কি নুসরতকে নিয়ে খুশি নন এলাকার তৃণমূল নেতারাও? উঠছে প্রশ্ন।
এলাকার তৃণমূল নেতারা তো প্রকাশ্যেই বলছেন, তাঁরা চান এলাকার ছেলেমেয়েদেরই প্রার্থী করা হোক। হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ বাহার আলি সাফ বলছেন, তিনি পোস্টারের কথা শুনেছেন। বলছেন, “একাধিক পোস্টার পড়েছে বলে শুনেছি। এখানকার সাংসদের ওপর ক্ষোভ থাকতে পারে এলাকার মানুষের। আমরা চাই ঘরের ছেলেমেয়েকেই এখানে প্রার্থী করা হোক।” খানিক একই সুর কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব মোল্লার গলাতেও।
যদিও কে বা কারা পোস্টার দিয়েছে সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই বলে জানাচ্ছেন প্রধান। যদিও তিনি স্পষ্টই বলছেন, ” আমরা চাই প্রার্থী হিসাবে এলাকার কোনও মানুষ হলে ভাল হোক। এমন কোনও ভদ্র ব্যক্তিকে প্রার্থী করা হোক যিনি কাজের মানুষ। তিনি মহিলা বা পুরুষ যে কেউ হতে পারেন।” যদিও আদপে কাদের হাত দিয়ে এই পোস্টার পড়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। এদিকে বছর ঘুরলেই লোকসভা ভোট। সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। এখন দেখার শেষ পর্যন্ত তৃণমূলের তরফে বসিরহাটের টিকিট কাকে দেওয়া হয়।