Extramarital Affair: নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে দেখে ফেলেন স্বামী, তারপরই দিতে হল চরম খেসারত

Saumav Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 29, 2023 | 12:19 PM

Basirhat: এরপর বুধবার ভোররাতে পরিতোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রতিবেশীদের দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার খবর যায় বসিরহাট থানার পুলিশের কাছে। পরিকল্পিত ভাবে সরিয়ে দিতে স্বামীকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

Extramarital Affair: নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে দেখে ফেলেন স্বামী, তারপরই দিতে হল চরম খেসারত
এই বাড়িতেই থাকতেন ওই মহিলা ও তাঁর স্বামী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বসিরহাট: বিবাহিত মহিলা। অভিযোগ, তিনি জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। আর সেই সম্পর্ক স্বামী দেখে ফেলায় হল কাল। অভিযোগ, প্রেমিককে দিয়ে নিজের স্বামীকে খুন করালেন তিনি। গোটা ঘটনায় গ্রেফতার স্ত্রী। অভিযুক্ত প্রেমিক পলাতক। ঘটনাটি ঘটেছে বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের গোয়ালপাতা এলাকায়।

অভিযুক্ত স্ত্রীর নাম রীতা অধিকারী (৩৭)। মৃত স্বামীর নাম পরিতোষ অধিকারী (৪৬)। জানা গিয়েছে, এলাকার এক যুবক প্রবীর দাসের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সেই নিয়ে স্বামী-স্ত্রী-র সম্পর্কে বিবাদ তৈরি হয়। সেই জল এতদূর পর্যন্ত গড়ায় যে প্রতিবেশীরা একটি সালিশি সভা বসায়। কিন্তু এরপরও গন্ডগোল অশান্তি চরম আকার ধারন করে।

এরপর বুধবার ভোররাতে পরিতোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রতিবেশীদের দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার খবর যায় বসিরহাট থানার পুলিশের কাছে। পরিকল্পিত ভাবে সরিয়ে দিতে স্বামীকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

ঘটনাস্থলে বসিরহাটে থানার পুলিশ গিয়ে পরিতোষের দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় স্ত্রীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। প্রেমিক প্রবীর দাস পলাতক। তবে খুনের পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।

Next Article