কলকাতা: বর্ষা দুর্বল হতেই ফিরল ভ্যাপসা গরম। রবিবার অগাস্টের উষ্ণতম রাত কাটাল কলকাতা। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ভেঙে গেল ২০১১ সালের রেকর্ড। গুমোট রাত, ঘুমের দফারফা! আপাতত এই পরিস্থিতিই চলবে, বলছেন আবহবিদরা। দিনের তাপমাত্রা থাকবে ৩৩-৩৪ ডিগ্রির আশপাশে। রাজ্যে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। বড়জোর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
মাঝের দু-তিন দিন টানা বৃষ্টি। এক নাগাড়ে চলছিল। তখন আবার পরিস্থিতি কিছুটা ঘ্যানঘ্যানে লাগছিল। অফিস-স্কুলে যাতায়াতে সমস্যা, রাস্তায় প্যাচপ্যাচে কাদা। কিন্তু রবিবারের সকালে ততটা রোদ না থাকলে, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি ভীষণ গুমোট হয়ে যায়। রাস্তায় বেরোলেই গলদঘর্ম অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, আবার সেই ভ্যাপসা গরমই ফিরছে।
আবহাওয়াবিদরা বলছেন, রাতের তাপমাত্রায় একটা বড়সড় বদল এসেছে। একটা নজির বটে! কলকাতায় রবিবার রাতের তাপমাত্রা ছিল ২৯. ৩ ডিগ্রি সেলসিয়াস। অগাস্টে রাতের তাপমাত্রা এর আগে হয়নি। এর আগে ২০১১ সালে অগাস্টে রাতের তাপমাত্রা হয়েছিল ২৯.২ ডিগ্রি। যদি কলকাতাই অবস্থা এরকম হয়, তাহলে উপকূলবর্তী এলাকাগুলির অবস্থা তো বলাই বাহুল্য।
আকাশ ঢেকে যাচ্ছে মেঘে অথচ বৃষ্টি হচ্ছে না। ফলে গুমোটা গরমের দাপট। কারণ আকাশে যদি মেঘ থাকে, তাহলে দিনে যে তাপ ঢুকছে তা আর বের হতে পারছে না। ফলে সন্ধ্যা থেকেই গুমোট গরম।
এই পরিস্থিতি থেকে কোথাও একটা পরিত্রাণের আশা এই মুহূর্তে থাকছে না। কারণ বর্ষা আপাতত একটা দুর্বল দফার মধ্যে ঢুকে গিয়েছে। এই মুহূর্তে উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির কোথাও কোনও সতর্কতা নেই।