CPIM: শাসনে সিপিএমের মিছিলে সেলিম, বক্সে বাজছে ‘খেলা, খেলা, খেলা হবে’…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 13, 2023 | 6:20 PM

North 24 Parganas: এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। ঘোষিত কর্মসূচির মাঝে কীভাবে রাস্তার উপর এভাবে নাচানাচি চলল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Follow Us

উত্তর ২৪ পরগনা: লাল ঝান্ডা হাতে এগিয়ে আসছেন সিপিএমের (CPIM) নেতা কর্মীরা। এরইমধ্যে রাস্তার ধারে বসানো বক্সে বাজছে ‘খেলা হবে’ গান। শুক্রবার বাদু রোডের উপর কৃষ্ণ মাটি এলাকায় সিপিএমের মিছিল পৌঁছতেই এই পরিস্থিতি তৈরি হয়। যদিও ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ থাকায় পরিস্থিতি হাতের বাইরে যায়নি। ১২ বছর পর শাসনে সিপিএমের মিছিল। সেই মিছিলে পা মেলান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই মিছিল চলাকালীনই এই ঘটনা ঘটে। সিপিএমের এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। খড়িবাড়ি মোড় থেকে কুলুপাড়া মোড় পর্যন্ত এই মিছিলে দলীয় নেতা কর্মীরাও ছিলেন। সেই মিছিলই বাদু রোড ধরে কুলুপাড়ার দিকে যখন এগিয়ে যায় আচমকা রাস্তার উপর বেশ কয়েকজন খেলা হবে গানের সঙ্গে নাচতে থাকেন। যদিও তাঁদের কারও সঙ্গে দলীয় পতাকা ছিল না।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। ঘোষিত কর্মসূচির মাঝে কীভাবে রাস্তার উপর এভাবে নাচানাচি চলল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিকরা মহম্মদ সেলিমকে প্রশ্ন করলে তিনি বলেন, “অনেকদিন পর মহম্মদ সেলিম এসেছে বলে তৃণমূলের কিছু লোক আনন্দে নাচতে আরম্ভ করে দিয়েছে।”  তবে তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তা পাওয়া গেলেই এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

মূলত এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মিছিল করে সিপিএম। এই মিছিল থেকে তারা দাবি তোলে, ‘গ্রামপঞ্চায়েত আবাস যোজনায় ঘরের তালিকা প্রকাশ্যে আনতে হবে। দলমত নির্বিশেষে সকলকে ঘর দিতে হবে। ১০০ দিনের কাজ আবারও চালু করতে হবে।’

উত্তর ২৪ পরগনা: লাল ঝান্ডা হাতে এগিয়ে আসছেন সিপিএমের (CPIM) নেতা কর্মীরা। এরইমধ্যে রাস্তার ধারে বসানো বক্সে বাজছে ‘খেলা হবে’ গান। শুক্রবার বাদু রোডের উপর কৃষ্ণ মাটি এলাকায় সিপিএমের মিছিল পৌঁছতেই এই পরিস্থিতি তৈরি হয়। যদিও ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ থাকায় পরিস্থিতি হাতের বাইরে যায়নি। ১২ বছর পর শাসনে সিপিএমের মিছিল। সেই মিছিলে পা মেলান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই মিছিল চলাকালীনই এই ঘটনা ঘটে। সিপিএমের এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। খড়িবাড়ি মোড় থেকে কুলুপাড়া মোড় পর্যন্ত এই মিছিলে দলীয় নেতা কর্মীরাও ছিলেন। সেই মিছিলই বাদু রোড ধরে কুলুপাড়ার দিকে যখন এগিয়ে যায় আচমকা রাস্তার উপর বেশ কয়েকজন খেলা হবে গানের সঙ্গে নাচতে থাকেন। যদিও তাঁদের কারও সঙ্গে দলীয় পতাকা ছিল না।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। ঘোষিত কর্মসূচির মাঝে কীভাবে রাস্তার উপর এভাবে নাচানাচি চলল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিকরা মহম্মদ সেলিমকে প্রশ্ন করলে তিনি বলেন, “অনেকদিন পর মহম্মদ সেলিম এসেছে বলে তৃণমূলের কিছু লোক আনন্দে নাচতে আরম্ভ করে দিয়েছে।”  তবে তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তা পাওয়া গেলেই এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

মূলত এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মিছিল করে সিপিএম। এই মিছিল থেকে তারা দাবি তোলে, ‘গ্রামপঞ্চায়েত আবাস যোজনায় ঘরের তালিকা প্রকাশ্যে আনতে হবে। দলমত নির্বিশেষে সকলকে ঘর দিতে হবে। ১০০ দিনের কাজ আবারও চালু করতে হবে।’

Next Article