WB Panchayat Elections: পুলিশি নিরাপত্তায় বিডিও অফিসে, তারপরও বেধড়ক মার বিজেপি প্রার্থীদের

Saumav Mondal | Edited By: সায়নী জোয়ারদার

Jun 15, 2023 | 7:43 PM

বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, পুলিশ নিরাপত্তা দিয়ে হাড়োয়া বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে নিয়ে যাচ্ছিল। তারপরও মার খেতে হয়েছে তাঁদের দলের লোকজনকে।

WB Panchayat Elections: পুলিশি নিরাপত্তায় বিডিও অফিসে, তারপরও বেধড়ক মার বিজেপি প্রার্থীদের
বসিরহাটে হামলার অভিযোগ।

Follow Us

বসিরহাট: হাইকোর্টের নির্দেশে ১১ জন বিজেপি প্রার্থীকে মনোনয়ন দিতে নিয়ে যাওয়ার পথে গাড়িতে পড়ল ইট, ভাঙল গাড়ির কাচ। এই ঘটনায় বিজেপির সাতজন আহত হয়েছেন বলে দাবি দলের। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল। যদিও পাল্টা তৃণমূল দাবি করেছে, যেখানে বিজেপি প্রার্থী দিতে পারছে না, সেখানে নাটক করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। বৃহস্পতিবার বসিরহাটেও যে অভিযোগ বিজেপি তুলেছে, তা নাটক বলেই দাবি শাসকদলের। মনোনয়ন জমা নিয়ে বিস্তর অভিযোগ বিরোধীদের। মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, যে সমস্ত বিরোধী প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে বাধা পেয়েছেন, তাঁদের নিরাপত্তা দিয়ে মনোনয়ন কেন্দ্রে নিয়ে যেতে হবে পুলিশকে। সেইমতোই বসিরহাটে বিজেপির সাত প্রার্থীকে এসকর্ট করে নিয়ে যায় হাড়োয়া থানার পুলিশ।

বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, পুলিশ নিরাপত্তা দিয়ে হাড়োয়া বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে নিয়ে যাচ্ছিল। হাড়োয়া বিডিও অফিসে ঢোকার আগে হাড়োয়া-বেড়াচাপা রোডে হঠাৎই তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট মেরে গাড়ির কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হয়। শুধু তাই নয় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দাবি, তাঁদের কর্মীদের মারধর পর্যন্ত করা হয়েছে।

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “আদালতের নির্দেশ পাওয়ার পরই আমরা আমাদের প্রার্থীদের হাড়োয়া থানায় আনি। পুলিশ তাঁদের এসকর্ট করে বিডিও অফিসে নিয়ে যাবে বলেই নিয়ে আসি। পুলিশ নিয়েও যায় বিডিও অফিসে। কিন্তু বিডিও অফিসে ঢুকতেই তৃণমূলের গুন্ডারা লাঠিসোটা নিয়ে চড়াও হল। খুব মারধর করেছে আমাদের লোকজন। কোনওমতে গাড়িতে উঠে পালিয়ে আসে আমাদের লোকজন। আমরা ভাবতেই পারছি না এরকম হতে পারে। বাংলার এমন পরিস্থিতি ভাবা যায় না। হাইকোর্টের নির্দেশও মানছে না। পুলিশ প্রশাসনকেও মানছে না। জঙ্গলের রাজত্ব চলছে।”

যদিও পাল্টা বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শমীক রায় অধিকারীর বক্তব্য, “সেরকম কোনও ঘটনা নয়। বিজেপি সারা রাজ্যের মতো আমাদের বসিরহাটেও প্রার্থী খুঁজে পাচ্ছে না। তার জন্য নিজেদের গাড়িতে ঢিল ছুড়ে, নিজেদের মধ্যে মারপিট করে নাটক করার চেষ্টা করছে। বসিরহাটে অবাধ মনোনয়নপর্বই হচ্ছে। যেখানে বিরোধীদের প্রার্থী রয়েছে, তারা এসে মনোনয়নও দিচ্ছে। আর বিজেপি লোক না পেয়ে গল্প তৈরি করছে।”

Next Article