Sodepur: গরমের ছুটির পর স্কুল খুলল আজ, আচমকাই ক্লাসরুমের পিছনে আগুন

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 15, 2023 | 2:49 PM

Sodepur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ গরমের ছুটির পর বৃহস্পতিবার স্কুল খোলে। স্কুল চলাকালীন আচমকাই কর্মীদের নজরে আসে ক্লাসরুমের পিছন দিকে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে স্কুলের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তারপর খবর দেওয়া হয় দমকলে।

Sodepur: গরমের ছুটির পর স্কুল খুলল আজ, আচমকাই ক্লাসরুমের পিছনে আগুন

Follow Us

উত্তর ২৪ পরগনা: গরমের ছুটির পর বৃহস্পতিবার থেকে খুলল স্কুল। স্কুল চলাকালীনই আচমকা আগুন। আতঙ্ক ছড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে সোদপুরের সুখচর কেদারনাথ হিন্দু স্কুলে। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি। পড়ুয়াদের স্কুল থেকে বার করে আনা হয়। কেউ আহত হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ গরমের ছুটির পর বৃহস্পতিবার স্কুল খোলে। স্কুল চলাকালীন আচমকাই কর্মীদের নজরে আসে ক্লাসরুমের পিছন দিকে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে স্কুলের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তারপর খবর দেওয়া হয় দমকলে।

মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের পড়ুয়া, শিক্ষকরাও। ছোটাছুটি পড়ে যায় স্কুলে। হুড়োহুড়ি পড়ে যায় স্কুলের মধ্যে। পরে তাদের ধীরে ধীরে স্কুল থেকে বার করে নিয়ে যাওয়া হয়। পরে দমকলের ২ টি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়সড় কোনও ক্ষতি হয়নি।

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিটের জেরেই আগুন লেগেছে। স্কুলের শিক্ষক বলেন, “মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে বড় তেমন কিছু হয়নি। পরিস্থিতি ঠিকঠাকই আছে।”

Next Article