উত্তর ২৪ পরগনা: বিজেপি বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ঘটনাস্থলে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সভাইপুর গ্রামের ৬৮ নম্বর বুথের সভাপতি দিলীপ মজুমদারের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে বোমা মারার অভিযোগ ওঠে। সভাইপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি দিলীপ মজুমদারের দাবি, বৃহস্পতিবার রাতে তিনি খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন। আচমকাই হঠাৎ বোমাবাজির শব্দ শুনতে পান। বোমার শব্দেই ঘুম ভাঙে তাঁদের। প্রথমটায় তিনি ঘর থেকে বের হননি। পরে বোমাবাজি থেমে গেলে, পরিস্থিতি একটু থীতু হলে তিনি ঘর থেকে বের হন। তাঁর দাবি, বাইরে তখনও ধোঁয়া ছিল। বাড়ির সামনে পড়েছিল বোমার স্প্লিন্টারগুলো। বিজেপির নেতার অভিযোগ, তখনও বাড়ির পিছনে একটা তাজা বোমা পড়ে ছিল।
তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোম মেরেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। এলাকা থেকে নমুনা সংগ্রহ করে। পৌঁছন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এই বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করা হবে ।
এই বিষয়ে ফোনে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “ওই বুথে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সেই কারণে বিজেপি নিজেরাই বোম মেরে সমবেদনা নেওয়ার চেষ্টা করছে । আমরা পুলিশকে সঠিক তদন্ত করবার জন্য বলেছি । যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের গ্রেফতার করবার জন্য বলেছি।”