উত্তর ২৪ পরগনা: বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল। সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। কাঠগড়ায় তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ঘোলা তেঘরিয়া এলাকায়। খড়দহ বিধানসভার ঘোলা বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতিতে ২১৬ নম্বর পার্টের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধর। বিশ্বনাথ ধর ঘোলা তেঘরিয়া এলাকায় নির্বাচনের দেওয়াল লিখন করেছিলেন। অভিযোগ, তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা সেই দেওয়াল লিখন চুন দিয়ে মুছে দিয়েছেন। রাস্তার ধারের সিসিটিভিতেও ধরা পড়েছে সেই ছবি। একদল চুন দিয়ে দেওয়াল লিখন মুছে দিচ্ছেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধর গোটা ঘটনার অভিযোগ জানিয়েছে ঘোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। বিজেপি প্রার্থীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ব্লক সভাপতি প্রবীর রাজবংশী।
তৃণমূলের তরফ থেকে প্রবীর রাজবংশী বলেন,বিজেপি কোনও প্রার্থী পাচ্ছে না। মানুষ বিজেপির সঙ্গে নেই। বিজেপির পায়ের নীচের মাটি সরে গিয়েছে। আর সেই কারণেই তাঁরা নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।
তাঁর আরও বক্তব্য, এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।