Sandeshkhali: শাহজাহান কোথায়? বসিরহাটের এসপি বললেন…

Sandeshkhali: সূত্রের খবর, ওড়িশা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এই সন্দেশখালিকাণ্ডে। এসপির দাবি, "আমাদের টিম করেনি। অন্য কেউ করলে করেছে।" তিনি জানান, এই ঘটনায় একাধিক অভিযোগই এসেছে। সেগুলি খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হচ্ছে।

Sandeshkhali: শাহজাহান কোথায়? বসিরহাটের এসপি বললেন...
সাংবাদিকদের মুখোমুখি এসপি বসিরহাট। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 12:19 AM

সন্দেশখালি: ৫৪ দিন পার হয়ে গিয়েছে। শেখ শাহজাহান এখনও অধরা। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশকে ‘সবুজ সঙ্কেত’ দিয়ে রেখেছে। তবে এখনও শাহজাহান অধরা। বুধবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছেন।’ কিন্তু পুলিশ কী বলছে? বসিরহাট জেলা পুলিশ সুপার হাসান মেহেদী রহমান এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, “যেটা প্রসিডিওর আছে সেটাই করছি।”

এরপরই সাংবাদিকরা জানতে চান, কোনও খোঁজ বা সূত্র কি মিলেছে? উত্তরে এসপি বলেন, তদন্তের স্বার্থে এত কিছু বলা সম্ভব নয়। যা করার তাঁরা সেটা করছেন। হাসান মেহেদী রহমান বলেন, “ওটা তো ইনভেস্টিগেশনের পার্ট। আপনাকে বলব না।”

সূত্রের খবর, ওড়িশা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এই সন্দেশখালিকাণ্ডে। এসপির দাবি, “আমাদের টিম করেনি। অন্য কেউ করলে করেছে।” তিনি জানান, এই ঘটনায় একাধিক অভিযোগই এসেছে। সেগুলি খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, এদিন এলাকা শান্তই ছিল। বয়েরমারি গ্রামপঞ্চায়েত ছাড়া দিনভর আর কোথাও কোনও অভিযোগ আসেনি। এলাকায় ক্যাম্প বসিয়ে পুলিশ অভিযোগ শুনেছে বলে জানান তিনি। যা আইনি ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে বলে জানান হাসান মেহেদী রহমান।