নিউটাউন: আবাসনের ভিতরে চলছিল পার্টি। সেখানে উপস্থিত ছিলেন এক যুবতী ও তাঁর কয়েকজন বন্ধু। পার্টি চলছিল, প্রত্যেকেই আকন্ঠ মদ্যপান করছিলেন। হঠাৎ যেন তালগোল পাকিয়ে গেল সব কিছু। যে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মেতেছিলেন যুবতী, তাঁরাই মদের নেশায় যুবতীকে গণধর্ষণ করলেন। এমনটাই অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হতেই গ্রেফতার তিনজনই। জানা গিয়েছে, নির্যাতিতা ও তাঁর বন্ধু, সকলেই তথ্য প্রযুক্তি কেন্দ্রে কর্মরত।
ঘটনাটি ঘটেছে নিউটাউনের একটি আবাসনে। জানা গিয়েছে, শুক্রবার উইকেন্ড পার্টিতে মত্ত ছিলেন ওই যুবতী এবং তাঁর সঙ্গীরা। অভিযোগ, তাঁরা সকলেই তথ্যপ্রযুক্তি কর্মী। পরবর্তীতে মদ্যপানের পর ওই যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে।
এরপর টেকনোসিটি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। যুবতীর বয়ানের উপর ভিত্তি করে একজনকে এন্টালি ও অপর দু’জনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, (বিকেল পাঁচটা) নির্যাতিতা যুবতীর বয়ান নেওয়া হচ্ছে।