Youth arrested : থানায় প্রেমিকা, বউভাতের আসর থেকে শ্রীঘরে বর

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Apr 23, 2022 | 3:22 PM

Youth arrested : অভিযোগকারিণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করেছেন অভিযুক্ত। তাঁকে দুবার গর্ভপাত করাতে হয়েছে। তার পর তাঁর সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছেন অভিজিৎ।

Youth arrested : থানায় প্রেমিকা, বউভাতের আসর থেকে শ্রীঘরে বর
অভিজিৎকে বিয়ে করতে চান না অভিযোগকারিণী

Follow Us

গাইঘাটা : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তারপর বিয়ে করতে অস্বীকার। এমনকী, প্রেমিকাকে মিথ্যে কথা বলে অন্য জায়গায় বিয়েও সেরে ফেলেন প্রেমিক। শেষে প্রেমিকার অভিযোগ পেয়ে বউভাতের আসরে পৌঁছায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেমিককে (youth arrested)। ধৃতের নাম অভিজিৎ দাস। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দেবীপুর এলাকার। অভিজিতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারিণী তরুণী। অন্যদিকে, অভিজিতের বাবার বক্তব্য, তাঁর ছেলেকে ওই তরুণী বিয়ে করতে চান না জানিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করেছিলেন।

অভিজিৎ একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রতিবেশী ওই তরুণীর বক্তব্য, তাঁদের আট বছরের সম্পর্ক। কিন্তু, মাস তিনেক আগে তাঁদের সম্পর্কে ছন্দপতন ঘটে। অভিজিৎ তাঁকে এড়িয়ে চলার চেষ্টা করেন। অভিযোগকারিণী তরুণী বলেন, একদিন বাবার সঙ্গে দিঘায় যাচ্ছেন বলে তাঁকে জানিয়েছিলেন অভিজিৎ। বাড়ি ফিরে তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। তখন খবর নিয়ে ওই তরুণী জানতে পারেন, শিলিগুড়িতে গিয়ে গোপনে অন্য এক যুবতিকে বিবাহ করেছেন অভিজিৎ। এমনকী, গত ২০ এপ্রিল দেবীপুর এলাকায় এনে সামাজিকভাবে বিয়ে করেছেন। এরপরই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রেমিকা। অভিযোগকারিণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করেছেন অভিযুক্ত। তাঁকে দুবার গর্ভপাত করাতে হয়েছে। তার পর তাঁর সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছেন অভিজিৎ।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গোবরডাঙার একটি বাড়িতে বউভাতের অনুষ্ঠানের কথা তারা জানতে পারে। সেখানে পৌঁছায় পুলিশ। বউভাতের আসর থেকে অভিজিৎকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

অভিযোগকারিণী বলেন, “আমি ওকে আর বিয়ে করতে চাই না। আমি চাই আইনের মাধ্যমে ওর উচিত শিক্ষা হোক।” ওই তরুণীর অভিযোগ উড়িয়ে অভিজিতের বাবা অচিন্ত্য দাস বলেন, “ওই তরুণীকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আমার ছেলেকে বিয়ে করতে চায় কি না। বিয়ে করব না জানিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করেছিল। মিথ্যা সহবাসের অভিযোগে আমার ছেলেকে ফাঁসিয়াছে।”

আরও পড়ুন : Birbhum Student Death: বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, ছাত্র মৃত্যুতে CID তদন্তের দাবি

Next Article