Belgharia: নকল সোনার গহনা বিক্রি করে আসল গহনা কেনার ছক, বেলঘরিয়ায় গ্রেফতার যুবক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 24, 2023 | 1:59 PM

Belgharia: অভিযুক্তের নাম বিক্রম চৌধুরী। তাঁর বয়স ৩৯। বুধবার সকালবেলা বেলঘরিয়ার এক সোনার দোকানে যান তিনি।

Belgharia: নকল সোনার গহনা বিক্রি করে আসল গহনা কেনার ছক, বেলঘরিয়ায় গ্রেফতার যুবক
অভিযুক্ত যুবক (নিজস্ব চিত্র)

Follow Us

বেলঘরিয়া: নকল সোনার গহনা বিক্রি করে আসল সোনার গহনা হাতানোর ছক কষে গ্রেফতার যুবক। বেলঘরিয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার বিভার মোড় সংলগ্ন এক সোনার দোকানে।

অভিযুক্তের নাম বিক্রম চৌধুরী। তাঁর বয়স ৩৯। বুধবার সকালবেলা বেলঘরিয়ার এক সোনার দোকানে যান তিনি। জানা গিয়েছে, বিক্রম বেশ কিছু কানের দুল আর গহনা নিয়ে আসেন। দোকানের মালিক টগর পোদ্দার গহনাগুলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন সকল গহনাই নকল। তখন তিনি ওই যুবককে আটকে রেখে বেলঘরিয়া থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ।

পুলিশ যুবকটিকে বেশ খানিকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, অভিযুক্ত বিক্রম চৌধুরী নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়া কাংগুলি ঘাট ঠাকুরবাড়ি রোড এলাকার বাসিন্দা। বেশ কিছু নকল গহনা তিনি নিয়ে আসেন। প্রতিটি গহনাতে হলমার্ক রয়েছে। তা সত্বেও এত দূর এলাকায় এসে বিক্রি করা নিয়ে সন্দেহ হয় সোনার দোকানের মালিকের। এরপরই গহনা পরীক্ষা করে দেখেন সবগুলোই নকল। আর তারপরই বেলঘরিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্ত বিক্রম চৌধুরীকে গ্ৰেফতার করে।

Next Article