Love Affair: বিয়ে না করলে হাজতবাস করানোর হুমকি! প্রেমিকা বাড়িতে চড়াও হতেই প্রেমিকের রহস্যমৃত্যুর অভিযোগ
দিয়া চক্রবর্তী নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সৌমদীপ সাহার। তাঁরা বাগুইআটির অশ্বিনীনগরের বাসিন্দা। ২০২০ সাল থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।
বাগুইআটি: প্রেম ঘটিত জটিলতার জেরে অশান্তি। সেই অশান্তির সময় ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু যুবকের। রবিবার রাতে বাগুইআটির অশ্বিনীনগর এলাকায় ঘটেছে এই ঘটনা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত যুবকের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তবে সম্প্রতি কোনও কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। দ্রুত বিয়ে করার জন্য ওই যুবককে তাঁর প্রেমিকা চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। রবিবার রাতে লোকজন নিয়ে প্রেমিকা আসেন যুবকের বাড়িতে। ফ্ল্যাটের ছাদে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিবারের লোকেরাও ছিলেন সেখানে। যুবকের বাবা-মাকে যুবতীর পরিবারের লোকেরা অপমান করেন বলে অভিযোগ। এই ঘটনার সময়ই ছাদ থেকে পড়ে যান ওই যুবকের তাতেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিয়া চক্রবর্তী নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সৌমদীপ সাহার। তাঁরা বাগুইআটির অশ্বিনীনগরের বাসিন্দা। ২০২০ সাল থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। ইদানিং বিয়ের জন্য সৌমদীপকে চাপ দিচ্ছিলেন দিয়া ও তাঁর পরিবারের লোকেরা। রবিবার রাতে দিয়া, তাঁর মা এবং তাঁর বন্ধু সৌম্যদীপের বাড়িতে আসে। এবংবিয়ের জন্যে চাপ দিতে থাকে বলে অভিযোগ। এ ঘিরে শুরু হয় বাগবিতণ্ডা। সৌমদীপের মা-বাবা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে কুরুচিকর মন্তব্য ও অপমান করার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের লোকেদের বিরুদ্ধে। এমনকি হাজতবাস করানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এ রকম পরিস্থিতিতেই ওই যুবক ছাদ থেকে মাটিতে পড়েন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
আত্মহত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করলেও মৃতের মায়ের দাবি তাঁর ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু কারণ স্পষ্ট হবে। তবে এই ঘটনার জেরে ওই এলাকায় গুঞ্জন চরমে।