মধ্যমগ্রামে প্রৌঢ়কে প্রকাশ্যে গুলি করে খুন

সায়নী জোয়ারদার | Edited By: ঋদ্ধীশ দত্ত

Dec 22, 2020 | 10:22 PM

খুব সামনে থেকে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তাঁর বুকে ও পায়ে গুলি লাগে। মুহূর্তে লুটিয়ে পড়ে রক্তাক্ত দেহ।

মধ্যমগ্রামে প্রৌঢ়কে প্রকাশ্যে গুলি করে খুন
হাসপাতাল চত্বরে নিহতের পরিবারের সদস্যরা।

Follow Us

উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে গুলি করে খুন প্রৌঢ়কে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ মধ্যমগ্রামের রাজবাটিতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, অশোক সর্দার (৫০) নামে এক ব্যক্তি একটি বাড়িতে পাঁচিল তৈরির কাজের দেখভাল করছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, খুব সামনে থেকে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তাঁর বুকে ও পায়ে গুলি লাগে। মুহূর্তে লুটিয়ে পড়ে রক্তাক্ত দেহ। পরে উদ্ধার করে মধ্যগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মধ্যগ্রাম থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: সুজাতাকে বিবাহবিচ্ছেদের নোটিস সৌমিত্রর

নিহতের পরিবার সূত্রে খবর, নারায়ণপুর থানা এলাকার বাসিন্দা অশোক প্রমোটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কাজের জায়গা তাঁর কোনও শত্রু তৈরি হয়েছিল কি না তা নিয়ে কিছুই বলতে পারছে না পরিবার। স্বামীর গুলি লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্ত্রী। সঙ্গে যান ছেলেরাও। হাসপাতালের সামনেই কান্নার রোল ওঠে। থেকে থেকেই শরীর ছেড়ে দিচ্ছে অশোকের স্ত্রীর। ছেলেও কেঁদে চলেছেন অঝোরে। কে বা কারা তাঁদের এই ক্ষতি করল তারই জবাব হাতড়ে চলেছে অশোক সর্দারের পরিবার। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই বিজেপি

Next Article