দুর্গাপুর: মহালয়ার সকালে স্ত্রীকে নিয়ে তর্পণ করতে গিয়ে পানিহাটিতে এক ব্যক্তির জলে তলিয়ে যাওয়ার খবর মিলেছিল। এখনও পর্যন্ত শেখর নামে মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডলের খোঁজ চলছে। গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। এরইমধ্যে এবার যে একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল পশ্চিম বর্ধমানে। তর্পনে নেমে অজয়ের জলে তলিয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। মৃত ব্যক্তির নাম শ্রীধর চট্টোপাধ্যায় (৬৫)। তাঁর বাড়ি কাঁকসার বামুনারায়। ছয় সঙ্গীর সঙ্গে অজয় নদে তর্পণের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, মহালয়ার সকালে শিবপুরের অজয় নদে তর্পনের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। অজয় নদে নেমে তর্পন শুরু করতেই তলিয়ে যান। যদিও এ ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, অবৈধভাবে বালি উত্তোলনের জেরে গভীর গর্ত পরিণত হয়েছে শিবপুরের অজয়ের ঘাটে। ওই গর্তে পা পড়েই জলে তলিয়ে গিয়েছেন ওই প্রৌঢ়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বিগত কয়েক বছরে এই ঘাটে নেমে অনেক মানুষেরই প্রাণ গিয়েছে।
ঘটনার পর খবর দেওয়া হয় কাঁকসা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। তখনও খোঁজ মেলেনি ওই প্রৌঢ়ের। প্রায় ১ ঘণ্টা ধরে চলে তল্লাশি। শেষে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।