বাঁকুড়া: পুজোর মুখে তৃণমূলকে জোর ধাক্কা। বাঁকুড়ার খাতড়ায় তৃণমূল ছেড়ে একশো কর্মী যোগ দিলেন বিজেপিতে। বাঁকুড়ার খাতড়ার রাজাপাড়া এলাকা থেকে একশো জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। শুক্রবার রাজাপাড়ায় দলীয় একটি অনুষ্ঠানে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল দলে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন।
গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার জঙ্গলমহলে তেমন ভালো ফল করতে পারেনি বিজেপি। ফলে বিজেপির নীচুতলায় কিছুটা হলেও তৈরি হয়েছিল হতাশা। তবে তারই মাঝে গতকাল খাতড়ার রাজাপাড়া এলাকায় একটি দলীয় অনুষ্ঠানে একশো জন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় কিছুটা হলেও চাঙ্গা হল সংগঠন। অন্তত তেমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। দলবদলুদের দাবি, তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ট হয়েই তাঁরা দল বদল করতে বাধ্য হচ্ছেন।
দলে যোগ দেওয়া কর্মী বলেন, “দলে থেকে দেখেছি। সেভাবে তো কিছুই উন্নয়নের জন্য কাজ হয় না। অনেক উন্নয়নের চেষ্টা করেছি। কিন্তু সবই ভাওতাবাজি।”
যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, “দলের তাতে কোনও প্রভাব পড়বে না। এগুলো সবই নাটক। বিজেপির এমনিতেও পায়ের তলার মাটি শক্ত নয়। এসব করে প্রচারে আসার চেষ্টা করে।”