Mahalaya 2023: রাজনৈতিক হিংসায় বলিদের উদ্দেশ্যে তর্পণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Oct 14, 2023 | 2:05 PM

Mahalaya 2023: এদিন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে তর্পন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর দাবি, নিজের পিতৃপুরুষের উদ্যেশ্যে তর্পণের পাশাপাশি ২০১৮ সাল থেকে রাজনৈতিক হিংসায় বলি এ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের মৃতদের প্রতি তিনি তর্পণ নিবেদন করেছেন।

Mahalaya 2023: রাজনৈতিক হিংসায় বলিদের উদ্দেশ্যে তর্পণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
তপর্ণ সুভাষের
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাঁকুড়া: মহালয়ায় তর্পণ রাজনীতি বাংলার বুকে নতুন নয়। একুশের ভোট পরবর্তী হিংসার পরে মৃতের আত্মার শান্তি কামনায়, স্মৃতিচারণায় মহালয়ায় তর্পণ করতে দেখা গিয়েছিল পদ্ম শিবিরের একাধিক নেতাকে। পাল্টা ২০২২ সালে আবার মহালয়ার দিনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির বিদায় চেয়ে তর্পণ করেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের ছবি নিয়ে করেছিলেন তর্পণ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। এদিকে এবারের মহালয়াতেও সেই তর্পণ রাজনীতি অব্যাহত।  

এদিন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে তর্পন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর দাবি,  নিজের পিতৃপুরুষের উদ্যেশ্যে তর্পণের পাশাপাশি ২০১৮ সাল থেকে রাজনৈতিক হিংসায় বলি এ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের মৃতদের প্রতি তিনি তর্পণ নিবেদন করেছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই তর্পন নিবেদনকে নাটক বলে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। এ ভাষাতেই তোপ দেগেছেন বাঁকুড়া সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত।

এদিন সকালে দলের কর্মীদের সঙ্গে গন্ধেশ্বরী নদীর সতীঘাটে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। নদীর জলে স্নান করে মন্ত্রচ্চারণের মাধ্যমে তিনি তর্পণ নিবেদন করেন। এরপরই সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ২০১৮ সাল থেকে এ রাজ্যে রাজনৈতিক হিংসায় বিভিন্ন রাজনৈতিক দলের ২৩৭ জন খুন হয়েছেন। এর মধ্যে বিজেপি কর্মীর সংখ্যাই বেশি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে বেশ কিছু তৃণমূল কর্মীও খুন হয়েছেন। তাই খুন হওয়া সমস্ত রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যেই এদিন তর্পণ করলাম। 

সুভাষের আশঙ্কা, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ঝামেলা ততই বাড়বে। অশান্তি, রাজনৈতিক হানাহানি বাড়বে রাজ্যে। এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম হয়েছে। চাই দ্রুত রাজ্যে শান্তি স্থাপন হোক। এই সঙ্কটের মুহূর্তে শান্তি স্থাপন অত্যন্ত জরুরি। 

Next Article