Newtown Mischief arrested: বড় সাফল্য নারায়ণপুর থানার পুলিশের, পুজোর দিন গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 01, 2022 | 1:44 PM

Newtown: পুলিশ সূত্রে খবর, ভানুপ্রতাপের কাছ থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Newtown Mischief arrested: বড় সাফল্য নারায়ণপুর থানার পুলিশের, পুজোর দিন গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী
ভানুপ্রতাপ সিং (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: অনেকদিন ধরেই তক্কে-তক্কে ছিল পুলিশ। খোঁজ চলছিল। তারপর হাতেনাতে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী ভানুপ্রতাপ সিং। নারায়ণপুর থানার পুলিশ গিয়ে গ্রেফতার করে তাকে।

পুলিশ সূত্রে খবর, ভানুপ্রতাপের কাছ থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, কলকাতা ও তার আশেপাশের এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। এক কথায় বলাই যায় মাস্টার মাইন্ড।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ভানুর সঙ্গে আরও যারা-যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের খোঁজেই শুরু হয়েছে অভিযান। নিউটাউন হাতিয়ারা এলাকায় ভাড়া থেকে এই অপরাধ সংগঠিত করত তারা। আজ ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। ইতিমধ্যে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

উল্লেখ্য, দীর্ঘ কয়েকমাস আগেও নিউটাউন এলাকা থেকে গ্রেফতার হয় এক অস্ত্র ব্যবসায়ী। কলকাতার ওয়াটগঞ্জের মুন্সিগঞ্জ এলাকা থেকে পুলিশ অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম প্রভাত দাস। তার বাড়ি বাকসাড়ায়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, দুটি কার্তুজ। পুলিশ সূত্রের খবর, প্রভাত হাওড়ার বাসিন্দা হলেও, অস্ত্র নিয়ে এসেছিল মুন্সিগঞ্জে।

বিশেষ সূত্রে খবর পেয়ে, মুন্সিগঞ্জে আগে থেকেই ওঁত পেতে বসেছিলেন তদন্তকারীরা। প্রভাত ওই এলাকাতে পৌঁছতেই পুলিশের নজরে পড়ে। প্রথমে দূর থেকে তাকে নজরে রাখে পুলিশ। পরে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কথায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার থেকে উদ্ধার হয় অস্ত্রও। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই মেটিয়াবুরুজের বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। মিলেছে আরও বেশ কিছু অস্ত্র। প্রাথমিকভাবে জেরায় প্রভাত জানিয়েছে, সে বেআইনি অস্ত্রের ব্যবসা করত। শুধু তাই নয়, প্রভাতের এক সাগরেদকে খুন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রভাত আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখে পুলিশ। মুন্সিগঞ্জে কার কাছে সে অস্ত্র বিক্রি করতে এসেছিল, সেটারও খোঁজ করেছে পুলিশ।

Next Article