নন্দীগ্রাম: ‘আগে তৃণমূল চেষ্টা করেছিল, এখন জঙ্গিরা করছে…।’ মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ডিসেম্বরে হামলা হতে পারে শুভেন্দু অধিকারীর উপর। একই ইস্যুতে মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিংও। এবার হামলা নিয়ে মুখ খুললেন তিনি।
বুধবার শুভেন্দু অধিকারী বলেন, “এর আগে তৃণমূল আক্রমণ করেছে। এখন জঙ্গিরা করতে চাইছে। আমি আমার কাজ করব। আগে জনগণ নিরাপত্তা দিয়েছে। এখন তাঁরাই নিরাপত্তা দেবেন।” অর্থাৎ তিনি যে কোনও ভাবেই নিজের দায়িত্ব থেকে সরবেন না তাও জানিয়েছেন। এখানে উল্লেখ্য, বাংলাদেশ ইস্যু নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা। পড়শি দেশে হিন্দুদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন তিনি। এমনকী ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়ে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন বিজেপি নেতা। সেদেশের হিন্দুদের একাংশকে বলতেও শোনা গিয়েছে, শুভেন্দু অধিকারী এই বক্তব্যে তাঁদের মনোবল বাড়ছে। এই পরিস্থিতির জন্যই কি শুভেন্দু জঙ্গিদের টার্গেটে?
গত ১৬ তারিখ গোয়েন্দা সংস্থার তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে। তবে একটি নয়, পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীরা। গোয়েন্দারা বলছেন এই মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর উপর। ইতিমধ্যেই তিনজন ট্রেনড জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। তাঁরাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাঁকে খুনের পরিকল্পনা করা হচ্ছে।